Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home শুক্রাণু কমছে, প্রজননে সংকটে পড়তে পারে মানুষ, বলছে গবেষণা
    Research & Innovation বিজ্ঞান ও প্রযুক্তি

    শুক্রাণু কমছে, প্রজননে সংকটে পড়তে পারে মানুষ, বলছে গবেষণা

    Saiful IslamNovember 18, 20224 Mins Read
    Advertisement

    বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : শুক্রাণুর পরিমাণ কমা প্রতিরোধে ব্যবস্থা না নিলে মানবজাতি শিগগিরই প্রজনন সংকটের মুখোমুখি হতে পারে বলে সাবধান করেছেন গবেষকরা।
    শুক্রাণু
    দুইশর বেশি গবেষণার তথ্য বিশ্লেষণ করে জার্নাল হিউম্যান রিপ্রোডাকশন আপডেটে প্রকাশিত এক প্রতিবেদনে এ সাবধানবাণী দেওয়া হয়েছে বলে জানিয়েছে এনবিসি নিউজ।

    ওই গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে গার্ডিয়ান বলছে, ১৯৭৩ থেকে ২০১৮ সালের মধ্যে গড় শুক্রাণু ঘনত্ব প্রতি মিলিলিটারে আনুমানিক ১০১ দশমিক ২ মিলিয়ন থেকে ৫১ দশমিক ৬ শতাংশ কমে প্রতি মিলিলিটারে ৪৯ মিলিয়নে পৌঁছেছে।

    এই সময়ের মধ্যে শুক্রাণুর পরিমাণও কমেছে ৬২ দশমিক ৩ শতাংশ।

    ২০১৭ সালে প্রকাশিত একই দলের করা এক গবেষণায় আগের ৪০ বছরে শুক্রাণুর ঘনত্ব অর্ধেকেরও বেশি কমে গেছে বলে জানানো হয়েছিল।

       

    তবে সেসময় যেসব তথ্য উপাত্তের ভিত্তিতে গবেষকরা ওই সিদ্ধান্তে পৌঁছেছিলেন, সেসব তথ্যউপাত্ত ছিল কেবল ইউরোপ, উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়া থেকে পাওয়া। এ নিয়ে গবেষক দলটিকে ব্যাপক সমালোচনার মুখেও পড়তে হয়েছিল।

    তবে সর্বশেষ গবেষণায় তথ্যউপাত্ত নেওয়া হয়েছে ৫৩টি দেশ থেকে। এ গবেষণা বলছে, কেবল ইউরোপ, উত্তর আমেরিকা আর অস্ট্রেলিয়াতেই নয়, শুক্রাণুর ঘনত্ব কমছে মধ্য ও দক্ষিণ আমেরিকা, আফ্রিকা ও এশিয়ার পুরুষদেরও।

    এ ঘনত্ব কমার হার বাড়ছেও উদ্বেগজনক হারে।

    সব মহাদেশের ১৯৭২ সাল থেকে পাওয়া তথ্য বলছে, শুক্রাণুর ঘনত্ব প্রতি বছর ১ দশমিক ১৬ শতাংশ করে কমছে; ২০০০ সাল থেকে কমার এই হার বছরপ্রতি ২ দশমিক ৬৪ শতাংশ করে।

    “এ ব্যাপারে আমাদের কিছু করা দরকার। হ্যাঁ, আমার মনে হয় এটি একটি সংকট, যা এখনই মোকাবেলা করা উচিত, কেননা পরে এটি এমন জায়গায় চলে যেতে পারে, যেখান থেকে আর ফেরার কোনো পথ থাকবে না,” বলেছেন গবেষক দলের সদস্য, জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাজাই লেভিন।

    আগের বিভিন্ন গবেষণায় দেখা গেছে, শুক্রাণুর ঘনত্ব প্রতি মিলিলিটারে ৪০ মিলিয়নের নিচে নেমে এলে প্রজনন সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়।

    সর্বশেষ গবেষণায় ২০১৮ সালে গড় শুক্রাণু ঘনত্ব প্রতি মিলিলিটারে ৪৯ মিলিয়ন দেখা গেছে। লেভিন বলছেন, এটা গড় হিসাব; অর্থ্যাৎ, অসংখ্য পুরুষের শুক্রাণু ঘনত্ব এখনই প্রতি মিলিলিটারে ৪০ মিলিয়নের নিচে, এবং এই সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে।

    “কমার এ হার স্পষ্টতই বিশ্বের জনসংখ্যার প্রজনন ক্ষমতা হ্রাসেরই প্রতিনিধিত্ব করছে,” বলেছেন হিব্রু বিশ্ববিদ্যালয়ের এ অধ্যাপক।

    গবেষণায় বয়স, বীর্যপাত ছাড়া কতক্ষণ থাকতে পারে এ ধরনের নানান বিষয় বিবেচনার মধ্যে নেওয়া হয়েছে; বন্ধ্যা পুরুষদের বাদ দেওয়া হলেও এতে শুক্রাণুর মান সংক্রান্ত অন্যান্য বিষয়ের দিকে নজর দেওয়া হয়নি। যে কারণে এ গবেষণার সীমাবদ্ধতাও কম নয় বলে ভাষ্য অনেক গবেষকের।

    এদেরই একজন শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের অ্যান্ড্রোলজির অধ্যাপক অ্যালান প্যাসি। তিনি জার্নাল হিউম্যান রিপ্রোডাকশন আপডেটে প্রকাশিত গবেষণা দলে ছিলেন না, তবে তাদের কাজের প্রশংসা করেছেন।

    এরপরও বলেছেন, শুক্রাণু কমছে কিনা এ নিয়ে তিনি এখনও সন্দিহান।

    “এমনকী গবেষণাগারে সবচেয়ে সেরা পদ্ধতিতেও শক্রাণু গণনা বেশ কঠিন। বিশ্বজুড়ে প্রশিক্ষণ ও মান নিয়ন্ত্রণের অগ্রগতির কারণে হয়তো সামনে আরও ভালো তথ্যউপাত্ত পাবো বলেই আমার বিশ্বাস,” বলেছেন তিনি।

    লেভিন অবশ্য এই সন্দেহ উড়িয়ে দিতে চান। যে কোনো গবেষণাতেই সাম্প্রতিক বছরগুলোতে শুক্রাণু কমার লক্ষণ দেখা যাচ্ছে বলেও দাবি তার।

    কিন্তু শুক্রাণু কমছে কেন? তার সদুত্তর নেই।

    কারও অনুমান, অন্তস্রাব-বিঘ্নিত রাসায়নিক বা অন্যান্য পরিবেশগত বিষয় এখানে ভূমিকা রাখছে। বিশেষজ্ঞদের কারও কারও আঙুল আবার ধুমপান, মদ্যপান, স্থূলতা, অস্বাস্থ্যকর খাবারের দিকেও। তাদের ভাষ্য, সুস্থ জীবনধারা শুক্রাণুর পরিমান বাড়াতে পারে।

    সাউদার্ন ডেনমার্ক বিশ্ববিদ্যালয়ের টিনা কোল্ড জেনসেন বলছেন, নতুন গবেষণাতে উদ্বেগজনক প্রবণতারই পুনরাবৃত্তি দেখা যাচ্ছে।

    “আপনি এই ধারাই পেতে থাকবেন, যত গবেষণাই যুক্ত করেন না কেন, এটাই আমাকে আতঙ্কিত করছে,” বলেছেন তিনি।

    এডিনবরা বিশ্ববিদ্যালয়ের পুরুষ প্রজনন স্বাস্থ্যের বিশেষজ্ঞ অধ্যাপক রিচার্ড শার্প বলছেন, বিশ্বজুড়েই যে শুক্রাণুর ঘনত্ব কমছে তা নতুন তথ্যউপাত্তেও দেখা যাচ্ছে।

    তার মতে, শুক্রাণুর এই ঘনত্ব কমে যাওয়ার মানে হতে পারে, দম্পতিদের ক্ষেত্রে গর্ভধারণে এখন বেশি সময় লাগবে; অনেক নারী যারা ৩০ বা ৪০ এর ঘরে সন্তান নিতে চান তাদের জন্য এটি আরও মারাত্মক, কেননা ততদিনে তার প্রজনন সক্ষমতাও কমতে শুরু করেছে।

    “কেবল বাচ্চাকাচ্চা নিতে চাওয়া দম্পতিদের জন্যই এটি সমস্যার নয়। এটি পরের ৫০ বা তার পরের বছরগুলোর সমাজেও বড় ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে, কেননা তখন বিপুল সংখ্যক বয়স্ক লোক থাকবে, কিন্তু তাদের আশপাশে কাজ করার মতো কিংবা তাদের সহায়তা করার মতো তরুণ অনেক কমে যাবে,” বলেছেন শার্প।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    innovation research কমছে গবেষণা পড়তে পারে প্রজননে প্রভা প্রযুক্তি বলছে বিজ্ঞান মানুষ শুক্রাণু সংকটে
    Related Posts
    Facebook Profile

    গোপনে কে আসে আপনার Facebook Profile এ, রইল জানার উপায়

    September 28, 2025
    No-Internet-Connection

    No Internet Connection সমস্যা? আজই Settings-গুলো বদলে নিন

    September 28, 2025
    Google Maps

    Google Maps শুধু রাস্তা চেনায় না, জানুন অবাক করা ১৫টি ব্যবহার

    September 28, 2025
    সর্বশেষ খবর
    বৃষ্টি

    ফের লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস, বৃষ্টি নিয়ে নতুন বার্তা

    খাগড়াছড়ি

    খাগড়াছড়িতে চলছে ১৪৪ ধারা, পরিস্থিতি থমথমে

    ভারতের পররাষ্ট্রমন্ত্রী

    জাতিসংঘে পাকিস্তান নিয়ে যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

    আইএমএফ

    বিদেশি ঋণ গ্রহণে বাংলাদেশের ওপর শর্ত আরোপ আইএমএফের

    প্রধান উপদেষ্টা

    দেশ পুনর্গঠনে অংশ নিতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

    ষষ্ঠী পূজা

    ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু আজ

    সরকার বিরোধী বিক্ষোভ

    পেরুতে জেন-জি তরুণদের বিক্ষোভ অব্যাহত, প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তের পদত্যাগ দাবি

    শেখ হাসিনা

    আজ শেখ হাসিনার মামলায় শেষ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, হবে সরাসরি সম্প্রচার

    গ্রেপ্তার

    সাবেক শিল্প প্রতিমন্ত্রীর ছেলে শাহেদ আহমেদ মজুমদার গুলশান থেকে গ্রেপ্তার

    সিজদা

    আল্লাহর কৃতজ্ঞতায় নবীজি (সা.)-এর সিজদা

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.