জুমবাংলা ডেস্ক: ধর্ম মন্ত্রণালয়ের চিঠির পর হজ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ব্যাংকগুলো শুক্র ও শনিবার (১৬ ও ১৭ জুন) খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (১৫ জুন) এ সংক্রান্ত একটি নির্দেশনা বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এতে বলা হয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে হজ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত সংশ্লিষ্ট ব্যাংকের শাখা ও উপশাখাগুলো সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ১৬ ও ১৭ জুন সাপ্তাহিক ছুটির দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখতে নির্দেশনা দেওয়া হলো।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে এ নির্দেশ জারি করে কেন্দ্রীয় ব্যাংক।
এর আগে, বাংলাদেশ ব্যাংককের কাছে পাঠানো ধর্ম মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, হজযাত্রীদের সৌদি আরবে পাঠানোর কার্যক্রম এখনও চলমান। এ জন্য হজযাত্রীদের অর্থ জমাদান কার্যক্রম ১৬ ও ১৭ জুন সরকারি ছুটির দিনেও চলমান থাকবে। এমতাবস্থায় সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকগুলো আগামী শুক্র ও শনিবার খোলা রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য চিঠিতে গভর্নরকে অনুরোধ জানানো হলো।
উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার কথা ছিল। কিন্তু এবার হজের খরচ বেশি হওয়ায় প্রায় সাড়ে তিন হাজার কোটা খালি রেখেই হজের সার্বিক প্রস্তুতি শেষ করেছে সরকার।
এরপর গত ২১ মে থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট শুরু হয়। শেষ হবে ২২ জুন। হজ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।
উল্লেখ্য, চাঁদ দেখাসাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।