বিনোদন ডেস্ক : আল্লু অর্জুনের “পুষ্পা: দ্য রাইজিং স্টার” সিনেমার প্রত্যেকটি গান ও ডায়লগ ব্যাপক ভাইরাল হচ্ছে। আজকালকার দিনে কমবেশি সকলেই সোশ্যাল মিডিয়া কথাটির সাথে বেশ পরিচিত। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ইত্যাদি সোশ্যাল মিডিয়া সাইট বিশ্বজুড়ে জনপ্রিয়।
আট থেকে আশি সকলের বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে অ্যাকাউন্ট থাকে। তবে সম্প্রতি নতুন ট্রেন্ড হয়েছে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ছোট ভিডিও পোস্ট করা। নেটিজেনরা কোনো একটি গানে ব্যাকগ্রাউন্ডে রেখে নেচে বা অভিনয় করে ৩০ সেকেন্ডের ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে। ভিডিওটি অন্যান্যদের পছন্দ হলে তাতে তারা লাইক ও কমেন্টের বন্যা বইয়ে দেয় এবং ভিডিওটি ভাইরাল হয়ে যায়। ইনস্টাগ্রামে এই শর্ট ভিডিও অর্থাৎ রিলের রমরমা দিনে দিনে বেড়েই চলেছে।
সম্প্রতি গোটা দেশ পুষ্পা জ্বরে আক্রান্ত। আল্লু অর্জুনের “পুষ্পা: দ্য রাইজিং স্টার” এখন ব্যাপক জনপ্রিয়। সিনেমার এক একটি ডায়ালগ থেকে শুরু করে বিভিন্ন আইটেম সং, সব ইন্টারনেটের আনাচে-কানাচে ছড়িয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যাচ্ছে আইটেম সং ‘ও অন্তাভামা’ ও ‘শ্রীভল্লী’ গানের মিউজিক নিয়ে বানানো রিল ভিডিও। নেটিজেনদের বেশ পছন্দ হচ্ছে সব। ট্রেন্ডিং গানে এখন রিল বানিয়ে অনেকেই সুপারহিট হয়ে যাচ্ছেন। এমনকি এই রিল বানানোর খেলাতে মেতে উঠেছেন সেলিব্রেটিরাও।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে জি বাংলা চ্যানেলের অপু এবং উমা পুষ্পার আইটেম সং ‘ও অন্তাভামা’ তে তুমুল নাচ করেছেন। যারা বাংলা সিরিয়াল দেখেন তাঁরা অবশ্যই এই দুই চরিত্রকে চিনবেন। অপরাজিত অপু সিরিয়ালে অপু চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী সুস্মিতা দে এবং উমা ধারাবাহিকে উমা চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী সিঞ্জিনি চক্রবর্তী। শুটিংয়ের ফাঁকে মেকআপ রুমে সুস্মিতা ও সিঞ্জিনি পুষ্পার গানে তুমুল নাচ করে রিল ভিডিও বানায়।
ভিডিওটি যথারীতি সোশ্যাল মিডিয়াতে আসতেই চোখের পলকে ভাইরাল হয়ে যায়। শাড়ি পরে ওই দুই অভিনেত্রীর মনমাতানো নাচ অবাক করে দিয়েছে তাঁদের অনুরাগীদের। সুস্মিতা দে ভিডিওটি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করার পর তা ইতিমধ্যেই দেড় লাখের বেশি মানুষ দেখেছেন এবং ২৮ হাজার মানুষ লাইক করেছেন। অনেক অনুরাগী কমেন্ট করে ওই দুই অভিনেত্রীর সৌন্দর্যের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়াতে এখন সুপারহিট অপু উমার জুটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।