বিনোদন ডেস্ক : অনেকটা সময় পেরিয়ে এবার শুটিংয়ে ফিরলেন মডেল ও অভিনেতা নিলয় আলমগীর। করোনার জন্য প্রায় ৫ মাস নিজেকে সকল শুটিং থেকে দূরে রেখেছিলেন। অবশেষে ফিরেছেন তিনি।
‘স্মৃতির আল্পনা আঁকি’ ধারাবাহিক নাটকের মধ্য দিয়ে তিনি সম্প্রতি শুটিংয়ে ফিরেছেন। এটি নির্মাণ করছেন মুরাদ পারভেজ। এতে নিলয়ের বিওপরীতে অভিনয় করছেন হিমি। জানা যায়, এটি প্রচারিত হবে সেপ্টেম্বর মাস থেকে।
নিলয় বলেন, অনেকদিন পরে ক্যামেরার সামনে দাঁড়িয়ে দারুণ একটা অনুভূতি হচ্ছে। কাজের জায়গাটা খুব মিস করছিলাম। অবশেষে ফিরলাম এবং সবার সাথে আবারো দেখা হচ্ছে। যে ধারাবাহিক নাটকটিতে কাজ করছি খুব সুন্দর একটি গল্প এবং চরিত্রটি একটু ভিন্ন।
সবশেষ মার্চ মাসে কৌশিক শংকর দাস পরিচালিত ‘পাঞ্চ’ সিনেমার শুটিং করেছিলেন নিলয়। এরপরেই করোনার থাবায় নিজেকে খানিকটা আড়াল করে নেন।
সিনেমার প্রসঙ্গে তিনি জানান, সিনেমার জন্য নতুন করে আবার প্ল্যান করতে হবে। আবার বডি ফিটনেস ঠিক করতে হবে, একটু সময় তো লাগবে। এছাড়াও এই সিনেমার কিছু টেকনিশিয়ান আছে যারা থাইল্যান্ড এবং ভারত থেকে আসবে। ইন্টারন্যাশনাল ফ্লাইট চালু না হলে কিছুই শুরু করা যাচ্ছে না। তাই একটু সময় নিতেই হচ্ছে। তবে সিনেমাটির পরিচালক জানান, ডিসেম্বর মাসেই শুটিংয়ে ফিরবেন তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।