আগামী শনিবার অর্থাৎ ৯ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের মডেল এবং অভিনেত্রী কোর্টনি কফি ঢাকায় আসছেন। তিনি মূলত নতুন সিনেমা রাজকুমারের শুটিং এর কাজে ঢাকায় আসবেন। সিনেমার মূল চরিত্র থাকবেন শাকিব খান। ১০ ডিসেম্বর থেকে সিনেমার শুটিং এর কাজ শুরু হবে। কয়েক মাস ধরে নিজের বাড়িতে বাংলা শেখার চেষ্টা করছেন অভিনেত্রী কোর্টনি। বাসার দেওয়ালে ঝুলিয়ে নিয়েছের বাংলা বর্ণমালাসংবলিত একটি সাদা বোর্ড।
কোর্টনির বাংলা শেখার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন পরিচালক হিমেল আশরাফ। তিনি বলেন, ‘কোর্টনি তো অনর্গল বাংলায় কথা বলতে পারবেন না। তবে স্ক্রিপ্টে যা আছে, তা ভালোভাবে আয়ত্ত করেছেন। তার সিরিয়াসনেস মুগ্ধ করার মতো। এবারই প্রথম বাংলা সিনেমায় অভিনয় করছেন কোর্টনি কফি। ছবির জন্য নিজেকে প্রস্তুত করছেন এই অভিনেত্রী। শেখার চেষ্টা করছেন বাংলা ভাষা। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানিয়েছেন কোর্টনিই।
কোর্টনি যুক্তরাষ্ট্রে অভিনয়ের সঙ্গে যুক্ত। এ পর্যন্ত ৩টি শর্ট ফিল্মে অভিনয় করেছেন তিনি। শাকিব খানের ‘রাজকুমার’ চলচ্চিত্রের মহরত অনুষ্ঠানে তিনি বলেন, ‘এ কাজের সঙ্গে যুক্ত হতে পেরে আমি কৃতজ্ঞ। খুব সুন্দর একটি গল্পে সিনেমাটি হতে যাচ্ছে। শাকিব খানের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি ভাগ্যবতী।’
পরিচালক হিমেল আশরাফ কোর্টনি সর্ম্পকে বলেন, ‘কয়েক মাস আগে থেকে বাংলা ভাষা আয়ত্তের চেষ্টা শুরু করেছিলেন কোর্টনি। এর মধ্যে আমি আবার ছবির প্রিপ্রোডাকশনের কাজে নিউইয়র্ক থেকে ঢাকায় আসি। গত মাসে যখন নিউইয়র্কে গেলাম, দেখা হলো, আড্ডা হলো। তখন দেখি, তার অনেক ডেভেলপ হয়েছে। একজন সহকারীর সহযোগিতায় নিয়মিত বাংলা শেখার চেষ্টা করে যাচ্ছেন। এ ছাড়া অনলাইন টিউটরিয়াল এবং বিভিন্ন অ্যাপের সাহায্যও নিয়েছেন। নিয়মিত বাংলা সিনেমাও দেখছেন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।