সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। কিছুদিন আগেই জানিয়েছেন এবার নতুন আরো একটি পরিচয় নিজের নামের সঙ্গে যুক্ত করতে যাচ্ছেন তিনি। অনলাইন প্ল্যাটফর্মের জন্য ‘ফ্যামিলি ফিউড’ নামে একটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন। এবার শুরু হয়েছে অনুষ্ঠানটির শুটিং। ইতিমধ্যেই শুটিংয়ে অংশও নিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে তাহসান বলেন, ‘নগদ পুরস্কার জয়ের জন্য দুই পরিবারের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই ও দারুণ সব আনন্দের মুহূর্ত নিয়ে এ অনুষ্ঠান। এটি গ্লোবাল গেম শোয়ের বাংলাদেশি সংস্করণ। প্রায় দুই হাজার প্রতিযোগীর মধ্য থেকে অডিশনের মাধ্যমে বাংলাদেশের সবচেয়ে প্রাণবন্ত ও উদ্যমী পরিবারগুলোকে নির্বাচন করা হয়েছে। নির্বাচিত এই পরিবারগুলো এখন মুখোমুখি হবে বুদ্ধি ও দ্রুত চিন্তার লড়াইয়ে, যেখানে সার্ভেতে ১০০ জন মানুষের দেওয়া উত্তরগুলো অনুমান করতে হবে তাদের।’
তিনি আরো বলেন, দর্শকদের আনন্দ ও উৎসাহ বহুগুণ বাড়িয়ে দিতে অনুষ্ঠানটিতে থাকছে কয়েকটি বিশেষ এপিসোড, যেখানে অংশ নেবেন ইনফ্লুয়েন্সার ও জনপ্রিয় তারকারা। প্রত্যেক এপিসোডে দুটি পরিবারের মধ্যে প্রতিযোগিতা হবে সেরা উত্তরগুলো বের করে পয়েন্ট জিতে নেওয়ার। সবচেয়ে বেশি স্কোর করা পরিবারটি চলে যাবে ফাস্ট মানি রাউন্ডে, যেখানে তারা আরো দারুণ ও আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ পাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।