স্পোর্টস ডেস্ক : এজবাস্টনে ভারতের দেওয়া ৩১৫ রানের লক্ষ্যে বাংলাদেশের স্কোর ৯ ওভার ৩৯ রানেই উইকেট গেলো তামিম ইকবালের। ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাটিংয়ে সতর্ক শুরু করেছে বাংলাদেশ। তামিম ইকবাল কিছুটা আক্রমণাত্মক থাকলেও সৌম্য সরকার করছেন সাবধানী ব্যাটিং। তামিম ব্যাট করছেন ২০ রানে, আর সৌম্য অপরাজিত আছেন ১৩ রানে।
বাংলাদেশের লক্ষ্য ৩১৫
তামিম ইকবালের ‘সৌজন্যে’ পাওয়া ‘দ্বিতীয় জীবন’ কাজে লাগিয়ে রোহিত শর্মা পেলেন এবারের বিশ্বকাপের চতুর্থ সেঞ্চুরি। তার সঙ্গে লোকেশ রাহুলের উদ্বোধনী জুটিতে বড় সংগ্রহের ভিত পায় ভারত। যদিও মোস্তাফিজুর রহমানের চমৎকার বোলিংয়ে বাংলাদেশ ঘুরে দাঁড়ালে সেটা হয়নি। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ভারত করতে পেরেছে ৩১৪ রান।
এজবাস্টনের ম্যাচটি বাংলাদেশের জন্য বাঁচা-মরার। সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচে জয় ছাড়া কোনও পথ নেই। গুরুত্বপূর্ণ এই ম্যাচে রোহিত-লোকেশের ব্যাটে উদ্বোধনী জুটি থেকে ভারত পায় ১৮০ রান। রোহিতের সেঞ্চুরির (১০৪) সঙ্গে লোকেশ (৭৭) পূরণ করেন হাফসেঞ্চুরি। এরপরও প্রত্যাশামতো স্কোর পায়নি ভারত মোস্তাফিজের ৫ উইকেট প্রাপ্তিতে।
বাংলাদেশি পেসারের শিকার বিরাট কোহলি (২৬), হার্দিক পান্ডিয়া (০), মহেন্দ্র সিং ধোনি (৩৫), দিনেশ কার্তিক (৮) ও মোহাম্মদ সামি (১)। মোস্তাফিজের বলেই ম্যাচে ফেরে বাংলাদেশ। এক ওভারে এই পেসার কোহলি ও হার্দিককে প্যাভিলিয়নে ফেরালে আত্মবিশ্বাস ফিরে পায় টাইগাররা। যে আত্মবিশ্বাস কাজে লাগিয়ে সাফল্য পেয়েছেন সাকিব আল হাসান (১/৪১) ও রুবেল হোসেন (১/৪৮)। বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেওয়া সৌম্য সরকার ৩৩ রান দিয়ে পেয়েছেন রোহিতের উইকেটটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।