বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: ছেলেটির নাম জাদেন আসমান। বয়স মাত্র ১৫। এই বয়সেই সে ফোর্টনাইট ওয়ার্ল্ডকাপ গেমের ফাইনালে খেলেছে। দলের আরেক গেইমারের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় হয়ে জিতেছে ১ দশমিক ১২ মিলিয়ন ডলার।
ফোর্টনাইট গেমটি যেদিন মুক্তি পায় সেদিন থেকেই সে গেইমটি খেলা শুরু করে। দিনে গড়ে আট ঘণ্টা করে গেইমটি খেলতো সে। অনলাইনে ফোর্টনাইট ওয়ার্ল্ডকাপে খেলতে ১০ সপ্তাহ ধরে ৪ কোটি গেইমার প্রতিযোগিতা করে।
ব্রিটিশ কিশোর জাদেন জানায়, গেইম খেলার প্রতি তার আগ্রহ জন্মে তার এক আঙ্কেলকে দেখার পর। গেইম খেলার সময় তাকে বিরক্ত করতো জাডেন। এরপরে তার হাত ধরেই গেইমিংয়ের দুনিয়ায় আসা। মাত্র ৬ বছর বয়সেই প্রথম এক্সবক্স ওয়ান পেয়েছিলো সে। খেলতে খেলতেই শিখেছে কিভাবে কন্ট্রোলার ধরতে হয়।
তবে গেইম খেলার বিষয়টি তার মা পছন্দ করতো না। মা ভাবতো ঘরের মধ্যে বসে প্রতিদিন আট ঘণ্টা করে সময় নষ্ট করছে সে।
মাকে ভুল প্রমাণ করে জাডেনের ভাষ্য, এবার আমি প্রমাণ করেছি আমিও অনেক কিছু পারি। এ জন্য আমি খুব খুশি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।