বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : ব্যবহারকারীদের প্রয়োজনের কথা চিন্তা করে নিত্যনতুন ফিচার নিয়ে আসে ফোন স্মার্টফোন কোম্পানিগুলো। এই সব ফিচারের কথা মোটামুটি সবাই জানেন। কিন্তু ফোনে কিছু সিক্রেট ফিচারও থাকে, আলাদিনের আশ্চর্য প্রদীপের সেই জিনের মতো। কী সেই ফিচার?
স্মার্টফোন শুধু ফোন নয়, আজব এক যন্ত্র। কী নেই তাতে! অবাক করা সব অ্যাপ আর ফিচার। ফটো, ভিডিও এডিটিং থেকে শুরু করে বিল পেমেন্ট, অ্যাকাউন্ট ব্যালেন্স চেক, মানি ট্রান্সফার সব করা যায়।
একটা সময় স্মার্টফোন শুধু ফোন কলের জন্যই ব্যবহার করা হত। কিছু ফিচার থাকত, তবে সেগুলো বলার মতো নয়। এখন প্রযুক্তির দুনিয়া আমূল বদলে গিয়েছে। স্মার্টফোন আর শুধু কথা বলার মধ্যে সীমাবদ্ধ নেই। এটা দিয়েই ঘরে বসেই সব কাজ করা যায়।
স্মার্টফোনে একটি গোপন ফিচার রয়েছে, যার সাহায্যে ইউজার বাড়ির যে কোনও ইলেকট্রনিক ডিভাইস নিয়ন্ত্রণ করতে পারেন। যেমন টিভি, এসি ইত্যাদি। এর নাম আইআর ব্লাস্টার। একসঙ্গে অনেক কাজ করতে পারে। বাড়ির ইলেকট্রনিক ডিভাইস যাতে সহজে নিয়ন্ত্রণ করা যায়, তার জন্যই এই ফিচার নিয়ে আসা হয়েছে।
আইআর ব্লাস্টার এমন ফিচার যা ইউজারের হাতের স্মার্টফোনটিকে মুহূর্তে সর্বজনীন রিমোটে বদলে দেয়। এটা আদতে একটা ছোট সেন্সর। প্রায় সব স্মার্টফোনেই ইনস্টল করা থাকে। এই ফিচার ইনফ্রারেড সিগন্যাল পাঠাতে পারে। এটাই এর কাজ।
এখন প্রশ্ন হল, আইআর ব্লাস্টার কী করে? এই ফিচারের সাহায্যে টিভি, এসি, সেট টপ বক্সের মতো ইলেকট্রনিক ডিভাইস নিয়ন্ত্রণ করা যায়। টিভির চ্যানেল বদলানো, এসি বাড়ানো বা কমানো – সব করা যায়। রিমোটের সমস্ত বোতামও এতে থাকে।
স্মার্টফোনে খুব ছোট আইআর ইমিটার থাকে। এটাই ইনফ্রারেড সিগন্যাল পাঠায়। এই সিগন্যাল বাড়ির ইলেকট্রনিক ডিভাইস শনাক্ত করতে পারে। ফলে কাজও হয়। ইউজার যখন ফোনে কোনও বাটন প্রেস করেন তখন সেটা আইআর ইমিটার থেকে বিশেষ সিগন্যাল পাঠায়।
সিগন্যালের নির্দেশ অনুযায়ী ডিভাইস কাজ করে। এইভাবে যে কেউ তার হাতের স্মার্টফোন থেকে বাড়ির সমস্ত ইলেকট্রনিক ডিভাইস নিয়ন্ত্রন করতে পারেন। স্বাভাবিকভাবে এই সিগন্যাল চোখে দেখা যায় না। তবে ডিভাইস বুঝতে পারে। সোজা কথায় টিভি, এসি-এর জন্য আর আলাদা আলাদা রিমোটের প্রয়োজন নেই। স্মার্টফোনই কাজটা করে দেবে। এই ফিচারের এমনই মহিমা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।