বিনোদন ডেস্ক: গত কয়েকবছর ধরে ঈদ উপলক্ষে টেলিভিশনে প্রচারিত বিনোদনমূলক অনুষ্ঠানগুলোর মধ্যে বেশ আলোচিত-সমালোচিত ড. মাহফুজুর রহমানের গান। সেই ধারাবাহিকতায় আসন্ন ঈদুল ফিরতরেও একক সঙ্গীতানুষ্ঠান নিয়ে দর্শকদের সামনে হাজির হবেন তিনি। সেই আয়োজনের এক এবার ঈদের আগেই প্রকাশ করলেন তিনি।
এবার প্রচার হবে তার একক সংগীতানুষ্ঠান ‘হৃদয় তোমাকেই চায়’। এতে পাকিস্তানের গজল সম্রাট মেহেদী হাসানের ‘রাফতা রাফতা’ ও ‘প্যায়ার ভারে দো শার্মিলে ন্যান’ এবং দেশটির গায়ক মুজিব আলমের ‘ওহ মেরে সামনে’ গানটিও গাইতেও দেখা যাবে তাকে।
ইতোমধ্যেই তিনটি গান-গজল মাহফুজুর রহমানের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশও করা হয়েছে।
‘হৃদয় তোমাকেই চায়’ অ্যালবামের গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ। এটিএন বাংলার স্টুডিওতেই গানগুলোর চিত্রায়ণ সম্পন্ন হয়।
২০১৬ সালে প্রথম গানের অনুষ্ঠান ‘হৃদয় ছুঁয়ে যায়’ নিয়ে হাজির হয়েছিলে টিভি পর্দায় হাজির হয়েছিলেন তিনি। এরপর ২০১৭ সালের ঈদুল ফিতরে ‘প্রিয়ারে’ এবং একই বছর ‘স্মৃতির আলপনা আঁকি’ গানের অনুষ্ঠান নিয়ে হাজির হন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।