জুমবাংলা ডেস্ক : গণঅধিকার পরিষদের স্থায়ী কার্যালয়ের জন্য প্রবাসী নেতারা ৩৬ লাখ টাকা সংগ্রহ করেছেন। দেড় থেকে দুই কোটি টাকার মধ্যে পল্টন, মতিঝিল বা কাকরাইলে একটি স্থায়ী অফিস কেনার উদ্যোগ নিয়েছেন নুর-রাশেদরা।
রোববার (২৩ জুলাই) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন গণঅধিকার পরিষদের (একাংশ) সাধারণ সম্পাদক রাশেদ খান।
তিনি বলেন, ‘আমাদের স্থায়ী কার্যালয় কেনার জন্য প্রবাসী ভাইয়েরা ইতোমধ্যে ৩৬ লাখ টাকা জমিয়েছেন। আশা করছি আরও টাকা উঠবে। এছাড়া গণঅধিকার পরিষদের নেতাকর্মী যারা দেশে আছি, তারাও সবাই তাদের সাধ্যমতো অনুদান দিবো।’
খুব দ্রুতই গণ অধিকার পরিষদের একটি স্থায়ী কার্যালয় হবে জানিয়ে রাশেদ বলেন, ‘বর্তমান কার্যালয় নিয়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, তাতে আমরা সবাই আলাপ-আলোচনা করে একটি স্থায়ী কার্যালয় করার সিদ্ধান্ত নিয়েছি। সারা দেশেই গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা আছেন। সবার প্রচেষ্টায় আমাদের যে বাজেট, তা উঠে যাবে বলে আশা করছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।