টালিউডে আসছে নতুন ছবি- ‘লহ গৌরাঙ্গের নাম রে’। ছবিরটির পরিচালনা করছেন ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জি। আর সে ছবিতে অভিনয় করবেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। এবার পরিচালকের কাছ থেকে বিশেষ বার্তাসহ এক পাণ্ডুলিপি পেলেন নায়িকা।
সদ্যই সেই পাণ্ডুলিপি তথা ছবির চিত্রনাট্য শুভশ্রীকে পাঠিয়েছেন সৃজিত। তাতে নিজের স্বাক্ষর দিয়ে ওপরের মলাটে পরিচালক লিখেছেন, ‘যাত্রা শুভ হোক’।
শোনা যাচ্ছিল, এতদিন ধরে নাকি এটারই অপেক্ষা করছিলেন নায়িকা। নিজেকে উজাড় করে চালিয়ে যাচ্ছিলেন প্রস্তুতি। অবশেষে তার হাতে পৌঁছাল পান্ডুলিপি।
সৃজিতের এই ছবিতে শুভশ্রীকে দেখা যাবে বিনোদিনী রূপে। তবে ছবির শুটিং শুরু হতে এখনও বেশ খানিকটা সময় বাকি। এর আগে ছবির প্রযোজক রানা সরকার জানিয়েছিলেন, আগামী জুলাই মাসে ফ্লোরে যাবে ছবিটি।
টালিউডে কে ‘বিনোদিনী’ হয়ে উঠবেন তা নিয়ে বেশ মাতামাতি হয় ওপার বাংলায়। কিন্তু সৃজিতের বিনোদিনী কে হবেন, তা নাকি ঠিক হয়ে যায় ২০১৯ সালেই। সে সময় সংবাদমাধ্যমের কাছে এই খবর না গেলেও শুভশ্রী জানতেন সৃজিত যে ছবিটি বানাতে চলেছেন সেখানে তাকেই ওই চরিত্রে ভাবছেন। এরপর নানাবিধ কারণে ছবিটি তৈরি হয়নি। মাঝে শুভশ্রী মা হন। ছবিও পিছিয়ে যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।