বিনোদন ডেস্ক : ভারতীয় বাংলা চলচ্চিত্রের একজন জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly)। ভারতের বর্ধমানে ১৯৮৯ সালের ৩ই নভেম্বর জন্মগ্রহণ করেন। এই অভিনেত্রীর বর্ধমানের পিতা-মাতার সাথে তার পরিবারে বেড়ে ওঠেন এবং শুভশ্রীর বাবা ছিলেন একজন স্কুল ক্লার্ক। শৈশব থেকেই তার স্বপ্ন ছিল একজন বড় অভিনেত্রী হয়ে ওঠার এবং নিজেকে একজন সফল চলচ্চিত্র অভিনেত্রী হিসাবে রূপান্তরিত করেছেন।
২০০৬ সালের ‘আনন্দলোক নায়িকার খোঁজে’ জিতে ছিলেন অভিনেত্রী। সেখান থেকেই শুরু হয় তাঁর যাত্রা। তার দুবছর পর ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে মালালারে দিয়ে নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন। তবে জীবনের শুরুতে কেবলমাত্র মা এবং দিদিকে পাশে পেয়েছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অভিনেত্রীর পরিবারের সবাই ছিলেন চাকুরীজীবী এবং মধ্যবিত্ত। সেই পরিবারের মেয়ে হয়ে অভিনেত্রী গ্ল্যামার ওয়ার্ল্ডে থাকবেন এই কঠিন বাস্তবটা মেনে নিতে পারেননি কেউ। বঙ্গ ট্রেন্ড
প্রত্যেকদিন বর্ধমান থেকে কলকাতায় এসে অডিশন দিতেন আবার বাড়ি ফিরে যেতেন তিনি। তারপর হঠাতই প্রভাত রায় পিতৃভূমি সিনেমায় অডিশন দেওয়ার পর সুযোগ পান অভিনেত্রী। এই ছবিতে জিতের বোনের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। সেই সময়ে জিতের (Jeet) বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। তারপরে ২০০৮ সালে বাজিমাত সিনেমা সোহম এর বিপরীতে অভিনয় করে নায়িকা হিসেবে প্রথম আত্মপ্রকাশ করেন অভিনেত্রী। সেই বছরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির শ্রেষ্ঠ পুরস্কার জিতে নেন অভিনেত্রী।
এরপর কখনোই তাকে আর ঘুরে তাকাতে হয়নি। একের পর এক সাফল্য এসেছে তার জীবনে। শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত কৌশিক গাঙ্গুলী ধুমকেতু সিনেমাহলে মুক্তি পেতে চলেছে এই বছর।এছাড়া অভিনেত্রীকে বর্তমানে দেখা যাচ্ছে জি বাংলায় ‘ডান্স বাংলা ডান্সে’র বিচারকের আসনে। পরিচালক রাজ চক্রবর্তীকে (Raj Chakraborty) বিয়ে করে বর্তমানে সুখে-শান্তিতে বসবাস করছেন অভিনেত্রী। রয়েছে তার একটি ছোট পুত্র সন্তানও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।