শুভশ্রী আসছেন ‘বৌদি ক্যান্টিন’ সামলাতে, পরমব্রত যাচ্ছেন খাবার চেখে দেখতে

শুভশ্রী আসছেন ‘বৌদি ক্যান্টিন’ সামলাতে, পরমব্রত যাচ্ছেন খাবার চেখে দেখতে

বিনোদন ডেস্ক : আর মাত্র কিছুদিনের অপেক্ষা, সামনে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। পুজো অর্থাৎ উৎসব মানেই পেটপুজো ও সিনেমা দেখা। সেই মতো প্রতিবছরই পুজো উপলক্ষে মুক্তি পায় একাধিক ছবি। এবছরও তার অন্যথা হচ্ছে না। মুক্তি পেতে চলেছে একাধিক ছবি, তারমধ্যে অন্যতম পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ছবি ‘বৌদি ক্যান্টিন’।

শুভশ্রী আসছেন ‘বৌদি ক্যান্টিন’ সামলাতে, পরমব্রত যাচ্ছেন খাবার চেখে দেখতে

ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায় ও সোহম চক্রবর্তী। শনিবার সামনে এল ছবির টিজার। টিজার পোস্ট করে পরিচালক পরমব্রত লিখেছেন, ‘এবার পুজোয় পেটপুজো করতে বৌদি ক্যান্টিনে যাওয়া মাস্ট!ডায়েট ভুলে কব্জি ডুবিয়ে ভুরিভোজ করা যাক’! টিজারেই উঠে এসেছে এক ছাপোষা মধ্যবিত্ত পরিবারের মেয়ের স্বপ্নপূরণের গল্প।

Subhashree Ganguly: ছবির মুখ্য চরিত্র শুভশ্রী, যে পেশায় শিক্ষিকা হলেও তিনি রান্না করতে ভালোবাসেন। তাঁর হাতের জাদুতে মজে পরিবার থেকে শুরু করে তাঁর স্বামীর অফিসের সহকর্মীরা। তিনি রান্নাকেই নিজের পেশা করতে চান আর সেই ইচ্ছেসে বাস্তবের রূপ দিতে তৈরি করেন এক ক্যান্টিন।

আলু, পটল কেনার মতোই কেজি দরে বিক্রি হচ্ছে টাকা!