টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি ও তার প্রাক্তন প্রেমিক অভিনেতা দীপক অধিকারী দেবের দীর্ঘদিন পর এক মঞ্চে ওঠা নিয়ে যখন নেটিজেনদের সমালোচনা চলছে, তখন মুখ খুললেন শুভশ্রীর বড় বোন দেবশ্রী গাঙ্গুলি।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, বিশেষ এক সাক্ষাৎকারে দেব ও শুভশ্রী প্রসঙ্গে কথা বলেন দেবশ্রী। তিনি বলেন,
আমি আমার ছোট বোনের জন্ম, বেড়ে ওঠা, ইন্ডাস্ট্রি জয় করা, দেবের সঙ্গে বন্ধুত্ব এবং মন ভাঙা— সব কিছুর সাক্ষী। এরপর নিজেকে ভেঙেগড়েএক নতুনকে আবিষ্কার করে ও। এখন নিখুঁত ভাবে নিজের সংসার, সন্তান, স্বামীর দেখভাল করছে। ক্যারিয়ারেও আছে শীর্ষে। এ সুন্দর ভারসাম্য শুধু সম্ভব হয়েছে শুভশ্রীর জীবনসঙ্গীর জন্যই। আমার চোখে দেখা পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী রাজ চক্রবর্তী।
দেবশ্রী আরও বলেন,
আমার বোন আগের তুলনায় অনেক সংযত?ভীষণ অনুভূতিপ্রবণ হলেও ও জানে কোথায় লাগাম টানতে হয়। সময় আর বয়স বাড়ার সঙ্গে সে পরিপক্কতা ওর হয়েছে। নিজের জীবন দিয়ে সঠিকটা বেছে নিতে শিখেছে। নিজের শিকড় শুভ কখনও ভোলে না।
এরপরই অভিনেত্রীর বোন বলেন,
নজরুল মঞ্চে যে ইতিহাস তৈরি হলো তার নেপথ্যে শুধুই কি দেব আর শুভশ্রী? তা তো নয়। কী করে অস্বীকার করা যাবে তাদের জীবনসঙ্গীদের! তারা ভরসা রেখেছেন বলেই এই ‘ইতিহাস’ তৈরি হতে পারলো। ভুলে যাবেন না, দেব-শুভশ্রী দু’জনেই পেশাদার। ওরা কাজ করে নিজের বাড়ি ফেরে। আমার বোন কারও বৌ। দুই সন্তানের মা। দেব তেমনই কারও সন্তান। কারও প্রেমিক।
‘প্রাক্তন’ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন,
‘প্রাক্তন’ শব্দটা ভীষণ ভারী। সবার জন্যই। কিছু কিছু মানুষ সেই ভার সারা জীবন বহন করে। আবার কেউ সে ভার বহন করে চলে না। নিজের জীবন নিজের মতো করে গুছিয়ে নিতে সেটা থেকে বের হয়ে আসে। এটাও একটা ‘আর্ট’ বা শিল্প।