বিনোদন ডেস্ক: ইন্টারনেটে মাঝে মাঝে কিছু মজাদার ভিডিও বা প্রতিভার ভিডিও বা কোন হাস্যকর মিউজিক ভিডিও ভাইরাল হয়ে থাকে।
তার মধ্যে কিছু কিছু ভিডিও অথবা ছবি আমাদের হতভম্বক্ষট করে তোলে। হাসি-কান্না, রাগ-অভিমান সবকিছু আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরতে পারি।
তাই বর্তমানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বেশ গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে আমাদের জীবনের।সোশ্যাল মিডিয়ায় প্রায়ই বিভিন্ন হাসির ভিডিও ভাইরাল হয়।
দেশের বিভিন্ন প্রান্তের হাসির ভিডিও নেটিজেনরা শেয়ার করে ভাইরাল করে তোলে। এইসব ভিডিওর ঘটনাগুলি যেমন অবাক করে দেয় আবার হাসির খোরাকও জোগায়।
আর এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিত্যদিন আমরা বিভিন্ন সব অভিনেতা অভিনেত্রী দের ব্যাপারে জেনে থাকতে পারি।
টলিউড জগতের অন্যতম জনপ্রিয় হাস্য কৌতুক অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায় এর নাম এক ডাকে সবাই জানেন ও চেনেন।
মানুষদের হাসানোর ক্ষমতা তাকে অন্যান্য অভিনেতাদের থেকে আলাদা করে দেয়। তাই এক সময় কোন ছবিতে হাসির ভূমিকায় শুভাশিস কে ছাড়া অন্য কারও কথা ভাবতে পারতেন না পরিচালকেরা। তিনি জন্মগ্রহণ করেছেন কলকাতায়। তারপর তিনি স্কটিশ চার্চ স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর তিনি শেঠ আনন্দরাম জয়পুরিয়া কলেজ থেকে বি.কম. ডিগ্রি লাভ করেন। আর এরপর থেকেই শুরু হয় তার অভিনয় জগতে পথ চলা।
সিনেমার বাকি চরিত্রদের অভিনয় খুব একটা ভালো না হলেও শুভাশিস মুখোপাধ্যায় এর অভিনয় কিন্তু সবসময় নজরকাড়া থাকতো। অনেকেই ভেবেছিলেন তিনি অভিনেতা মনু মুখোপাধ্যায় এর ছেলে। তবে এটি একেবারেই সত্য নয়, শুভাশিসের বাবা ছিলেন পেশায় একজন চার্টার্ড আ্যকাউন্টেন্ট। শুভাশিস একটি কসমেটিক সংস্থায় কাজ করে তার ক্যারিয়ার জগৎ শুরু করেছিলেন। ১৯৮৬ সালে শুভাশিস মুখোপাধ্যায় পূর্ণেন্দু পাত্রীর ‘ছোট বকুলপুরের যাত্রী’দিয়ে অভিনয় সূচনা করেছিলেন। তারপরে তিনি তাঁর অভিনয় দিয়ে সাধারণ মানুষকে মুগ্ধ করেন। এরপর থেকে তাকে আর ফিরে তাকাতে হয়নি। একে একে কত ভালোবাসা, গুরু শিষ্য, বকুল প্রিয়া, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, দাদা ঠাকুর,প্রতিদ্বন্দ্বী, রাজমহল, খোকাবাবু, মেঘে ঢাকা তারা, খোকাবাবু, আক্রোশ, গুগোলে-এর কীর্তি আরো একাধিক ছবিতে অভিনয় করেছেন এই অভিনেতা।
২০১২ সালে টেনিদার মত মুখ্য চরিত্রে অভিনয় করে সকলকে চমকে দেন তিনি। এরপরে ‘মহালায়া’ ছবিতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চরিত্রে, ‘ব্রম্ভা জানেন গোপন কর্মটি’, ছবিতে গোরা পুরোহিতের ভূমিকার অভিনয় করেছিলেন তিনি। তিনি জড়োয়ার ঝুমকো, খেলাঘর, কলের বউ, তারানাথ তান্ত্রিক, রাখি বন্ধন, এমনকি এখন বিখ্যাত খেলাঘর সিরিয়ালে অভিনয় করতে দেখা যাচ্ছে এই অভিনেতাকে। আর এর পাশাপাশি বিভিন্ন ওয়েব সিরিজে অভিনয় দিয়ে সকলকে মুগ্ধ করেছেন তিনি। তার অভিনয় চিরকাল মানুষের মনে গেঁথে থাকবে। আর এখন এই ‘খেলাঘর’ ধারাবাহিকটিতে দুর্দান্তভাবে অভিনয় করে রোজ সকলকে মুগ্ধতায় ভাসাচ্ছেন তিনি।
স্কার্টে আর সাদা ব্লেজারে নেটিজেনদের ঘুম কাড়লেন জাহ্নবী কাপুর!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।