বিনোদন ডেস্ক : ক্রুজ বিমান থেকে ঝাঁপ দেওয়ার আগে বলেন, “প্রেক্ষাগৃহে এসে ‘টপ গান: ম্যাভেরিক’ দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।“
সিনেমায় এর আগে বিমানের পাখা ধরে খোলা আকাশে ঝুলে ভক্তদের চমকে দিয়েছিলেন হলিউড তারকা টম ক্রুজ। এবার বাকি কাজটা করলেন। সবাইকে বড়দিন ও নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বিমান থেকে দিলেন ঝাঁপ।
সিএনএন জানিয়েছে, মহাকাশে শুটিং শুরু করা ত্রুজের নতুন সিনেমা ‘মিশন ইম্পসিবল’ এর নতুন পর্ব ‘ডেড রেকনিং’ এর শুটিংয়ের সময় এ কাজটি করেন ক্রুজ।
চলতি বছরে মুক্তি পাওয়া তার ‘টপ গান: ম্যাভেরিক’ সিনেমা জনপ্রিয়তা পাওয়ায় দর্শকদের ধন্যবাদ জানাতে ক্রুজের এই অভিনব কায়দা।
বহু সিনেমাকে বক্স অফিসে সাফল্য এনে দেওয়া টম ক্রুজের অন্যতম আলোচিত কাজ ‘মিশন ইমপসিবল’ সিরিজ, যা তিনি টেনে নিয়ে আসছেন ১৯৯৬ সাল থেকে।
টুইটার ও ইনস্টাগ্রামেও ক্রুজের শেয়ার করা ভিডিওর শিরোনাম ছিল “মিশন ইম্পসিবলের শুটিং সেট থেকে বিশেষ বার্তা।”
ওই ভিডিওতে বিমানের দরজায় ঝুলন্ত অবস্থায় ক্রুজকে বলতে শোনা যায়, “আমরা এখন দক্ষিণ আফ্রিকার উপরে। মিশন ইম্পসিবল-ডেড রেকনিং ছবির প্রথম এবং দ্বিতীয় ভাগের শুটিং চলছে।
ক্রুজ বিমান থেকে ঝাঁপ দেওয়ার আগে বলেন, “প্রেক্ষাগৃহে এসে ‘টপ গান: ম্যাভেরিক দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।“
বিমানে ক্রুজের সঙ্গে ছিলেন ‘মিশন ইম্পসিবল’ সিনেমার পরিচালক ক্রিস্টোফার ম্যাককুয়ারি।
এই সিনেমা নির্মাণের পরিকল্পনা হয় ২০২০ সালে। তখনই ভাবা হয়েছিল, কিছু শুটিং হবে মহাকাশে, আন্তর্জাতিক স্পেস স্টেশন রাখবে বড় ভূমিকা।
এরপর মহামারীর থাবায় সব থমকে যায়। কোভিডের দাপট কমে এলে অক্টোবর মাসে খবর আসে টম ক্রুজ সিনেমার শুটিংয়ে যাচ্ছেন মহাকাশে।
তবে পুরো দৃশ্যায়ন যে মহাকাশে হবে– ব্যাপারটা তেমন নয়। বেশিরভাগ শুটিং পৃথিবীতেই হবে। পৃথিবীকে বাঁচাতে পরে মূল চরিত্র চলে যাবে মহাকাশে।
৬০ বছর বয়সী ক্রুজ ভক্তদের উদ্দেশে বলেন, “পাশে থাকার জন্য ধন্যবাদ। সত্যি এটা সম্মানের। আমাদের সিনেমার শটটি এখনই নিতে হবে। আপনাদের সবার ছুটি নিরাপদ ও আনন্দময় হোক।“
ভিডিও পোস্টের পর সোশ্যাল মিডিয়ায় ভক্ত অনুরাগীদের ভালোবাসা-প্রশংসায় ভাসছেন ক্রুজ।
ইনস্টাগ্রামে একজন লিখেছেন, “ক্রুজ একজন আসল অ্যাকশন হিরো, মার্ভেলকে ভুলে যান।“
আরেকজনের মন্তব্য, “টম ক্রুজ বিনোদনের জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে চলচ্চিত্রকে বাঁচিয়ে রেখেছেন।“
ক্রুজের ‘টপ গান: ম্যাভেরিক’ সিনেমাটি মুক্তি পায় চলতি বছরের মে মাসে। মুক্তির পর প্রথম সপ্তাহেই রেকর্ড আয় করে।
এর আগে টম ক্রুজ ও ভ্যাল কিলমার অভিনীত যুদ্ধ ও প্রেমের ছবি ‘টপ গান’ মুক্তি পায় ১৯৮৬ সালে; মুক্তির পরপরই আলোড়ন তোলে সিনেমাটি। চলচ্চিত্র সমালোচকদের মতে, আশির দশকে টম ক্রুজের ক্যারিয়ারকে তুঙ্গে নিয়ে গিয়েছিল ‘টপ গান’।
সেই সিনেমার দ্বিতীয় কিস্তি এল ৩৬ বছর পর। এবারের ছবিতেও নৌবাহিনীর বৈমানিক পিট ম্যাভেরিক মিচেল চরিত্রে অভিনয় করেছেন টম ক্রুজ।
‘এন্ডলেস লাভ অ্যান্ড ট্যাপস’ সিনেমা দিয়ে পার্শ্ব চরিত্রে প্রথম অভিনয়ের সুযোগ এসেছিল ক্রুজের, সেটা ১৯৮১ সালের কথা। তার সাফল্যগাথা শুরু হয় এর দু বছর পর, ১৯৮৩ সালে ‘অল দ্যা রাইটস মুভস’ ও ‘রিস্কি বিজনেস’ সিনেমা দিয়ে। এরপর ‘টপ গান’ তাকে তারকা খ্যাতি এনে দেয়।
View this post on Instagram
এছাড়া ‘দ্য মামি’, ‘ভ্যানিলা স্কাই’সহ বহু সিনেমায় তিনি তুমুল আলোচিত। সমালোচকদের মতে এই বয়সেও ক্রুজ ফুরিয়ে যাননি। বরং অ্যাকশন সিনেমায় আরও বেশি সক্রিয়।
বলা হচ্ছে ‘মিশন: ইমপসিবল সেভেন’ সিনেমায় তার অ্যাকশন দেখে থ হয়ে যেতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।