আগামী ২১ সেপ্টেম্বর (রোববার) পালিত হবে শুভ মহালয়া, যা দিয়ে সূচনা হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার। তবে এদিন সরকারি ছুটি নেই। ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা ও শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তরের শিক্ষাপঞ্জিতে মহালয়া উপলক্ষে কোনো ছুটি উল্লেখ করা হয়নি।
সরকারিভাবে ছুটি না থাকলেও অনেক শিক্ষাপ্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় ছুটি ঘোষণা করেছে। আবার কোনো প্রতিষ্ঠান ছুটি না দিয়ে নিয়মিত ক্লাস চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।রাজধানীর একটি বেসরকারি স্কুলের নোটিশে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এর বর্ষপঞ্জিতে মহালয়া ছুটি উল্লেখ না থাকায় ২১ সেপ্টেম্বর রোববার যথারীতি শ্রেণি কার্যক্রম চলবে।
অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীন একটি প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে জানিয়েছে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ২১ সেপ্টেম্বর (রোববার) ‘মহালয়া’ উপলক্ষে প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ২২ সেপ্টেম্বর থেকে যথারীতি ক্লাস শুরু হবে। তবে ভর্তি কার্যক্রম ও নিরাপত্তা বিভাগ খোলা থাকবে।
কারিগরি শিক্ষা অধিদপ্তরের বর্ষপঞ্জি অনুযায়ী মহালয়ার দিন ছুটি থাকলেও পূজা উপলক্ষে তাদের ছুটি মাত্র দুই দিন— ১ ও ২ অক্টোবর। এরপর ৩ ও ৪ অক্টোবর শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি হিসেবে যুক্ত হবে।
দুর্গাপূজায় ছুটির সময়সূচি (২০২৫)
প্রাথমিক বিদ্যালয়:
২৬ সেপ্টেম্বর (শুক্রবার) থেকে ৭ অক্টোবর (মঙ্গলবার) — মোট ১১ দিন ছুটি
ক্লাস শুরু: ৭ অক্টোবর
মাধ্যমিক ও কলেজ:
২৬ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর — মোট ১২ দিন ছুটি
ক্লাস শুরু: ৮ অক্টোবর
মাদরাসা:
ছুটি শুরু: ৩০ সেপ্টেম্বর
ক্লাস শুরু: ৫ অক্টোবর (ফাতেহা-ই-ইয়াজদাহম ও সাপ্তাহিক ছুটি যুক্ত)
কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান:
পূজা ছুটি: ১ ও ২ অক্টোবর
সাপ্তাহিক ছুটি: ৩ ও ৪ অক্টোবর
মহালয়ার তাৎপর্য কী?
শুভ মহালয়া সনাতন ধর্মালম্বীদের কাছে এক বিশেষ দিন। এদিন পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা ঘটে। বিশ্বাস করা হয়, মহালয়ার দিনেই দেবী দুর্গা মর্ত্যে অবতরণ করেন, যা দুর্গাপূজার আনুষ্ঠানিক সূচনা হিসেবে বিবেচিত হয়। দিনটি পূর্বপুরুষদের স্মরণে ত্রিপিণ্ডি শ্রাদ্ধ, তর্পণ ও প্রার্থনার মধ্য দিয়ে পালন করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।