স্পোর্টস ডেস্ক : প্রথম রাউন্ডে খেললে বাংলাদেশকে কি সুপার টুয়েলভে দেখা যেত? প্রশ্নটা অনেকেরই।
সরাসরি যখন বাংলাদেশ সুপার টুয়েলভে খেলছে, তখন স্বভাবতই প্রথম রাউন্ড পেরিয়ে আসা দলের চেয়ে কাগজে-কলমে এগিয়ে সাকিব আল হাসানরা।
প্রথম রাউন্ড পর্ব পেরিয়ে আসা নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়েই আজ বিশ্বকাপ শুরু হয়েছে বাংলাদেশের।
তবে শুরুতেই টসে হার সাকিব আল হাসানের। টস জিতলে হয়তো ফিল্ডিং নিতেন। তবে আগে ব্যাটিং পেয়ে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ।
উদ্বোধনী জুটিতে ৩০ বলে ৪৩ রান এসেছে, যা বাংলাদেশের বড় অর্জন।
লিটন কুমার দাসকে না নামিয়ে ইনিংস সূচনা করতে নামলেন দুই বাঁহাতি সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। এ নিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টিতে ইনিংস সূচনা করলেন এ দুজন ব্যাটার। এবং শুভ সূচনাই বলা চলে।
তবে ওপেনিং জুটি পঞ্চাশের ঘর ছুঁতে পারেনি। ১৪ বলে ১৪ রান করে ভ্যান মেকারেনের বলে আউট হয়ে সাজঘরে ফিরেছেন ওপেনার সৌম্য।
তার জায়গায় ব্যাট হাতে নেমেছেন নির্ভরযোগ্য ওপেনার লিটন দাস। ওপর ওপেনার শান্তও এক ওভার পরে ক্যাচ দিয়ে ফিরেছেন।
তার ব্যাট থেকে এসেছে ৪ বাউন্ডারিতে ২০ বলে ২৫ রানে অপরাজিত।
খেলার এ পর্যায়ে বাংলাদেশের সংগ্রহ ৬ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৪৭ রান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।