স্পোর্টস ডেস্ক : টস জিতে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে ২০৫ রান তুলেছে। জবাব দিতে নেমে ব্যর্থ হয়ে ফিরেছেন সৌম্য সরকার ও নাজমুল শান্ত।
বাংলাদেশ ৪ ওভার ৩ বলে ২ উইকেট হারিয়ে ৩৯ রানে ব্যাট করছে। ক্রিজে আছেন লিটন দাস ও সাকিব আল হাসান। সৌম্য সরকার ২ ছক্কায় ৬ বলে ১৫ করে আউট হয়েছেন। নরকিয়ার একই ওভারে শান্ত ৯ করে বোল্ড হয়েছেন।
এর আগে দক্ষিণ আফ্রিকার হয়ে বাঁ-হাতি ওপেনার ডি কক ৩৮ বলে সাতটি চার ও তিন ছক্কায় ৬৩ রানের ইনিংস খেলেন। ঝড় দেখিয়ে রুশোর সঙ্গে ১৬৮ রানের দুর্দান্ত জুটি গড়েন। রুশো ১৯তম ওভারে ফিরে যাওয়ার আগে ৫৬ বলে ১০৯ রান করেন। তার ব্যাট থেকে আটটি ছক্কা ও সাতটি চার বেরোয়।
বল হাতে বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর কিছুটা ভালো করেছেন। তিনি ৪ ওভারে ২৫ রান দিয়ে উইকেট শূন্য থাকেন। ডাচদের বিপক্ষে হিরো হয়ে ওঠা তাসকিন এই ম্যাচে ৩ ওভারে ৪৬ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন। সাকিব ৩ ওভারে ৩৩ হজম করে নিয়েছেন ২ উইকেট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।