স্পোর্টস ডেস্ক: ২৭ অগাস্ট থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপ ক্রিকেট। এশিয়ার পাঁচ টেস্ট খেলুড়ে দলের সঙ্গে এবারও অংশ নিবে একটি সহযোগী দেশ। টুর্নামেন্টের সবগুলো ম্যাচই হবে দুবাই ও শারজাহতে।
ছয় দলের এশিয়া কাপে থাকছে দুই গ্রুপ। ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গে থাকবে বাছাইপর্ব পেরিয়ে আসা একটি সহযোগি দেশ। ‘বি’ গ্রুপের কঠিন লড়াইয়ে নামবে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান।
চড় মেরেছিলেন রাজস্থান রয়্যালসের এক মালিক! ঝড় তুললেন রস টেইলর
দুই গ্রুপ থেকে সেরা দুটি দল উঠবে সুপার ফোরে। সুপার ফোরে প্রত্যেকে প্রত্যেকের বিপক্ষে একবার করে লড়ে সেরা দুই দল উঠবে ফাইনালে।
তারিখ | ম্যাচ | গ্রুপ | ভেন্যু | ম্যাচ শুরুর বাংলাদেশ সময় |
---|---|---|---|---|
২৭ অগাস্ট | শ্রীলঙ্কা-আফগানিস্তান | বি | দুবাই | রাত ৮টা |
২৮ অগাস্ট | ভারত-পাকিস্তান | এ | দুবাই | রাত ৮টা |
৩০ অগাস্ট | বাংলাদেশ-আফগানিস্তান | বি | শারজাহ | রাত ৮টা |
৩১ অগাস্ট | ভারত-বাছাই পেরিয়ে আসা দল | এ | দুবাই | রাত ৮টা |
১ সেপ্টেম্বর | বাংলাদেশ-শ্রীলঙ্কা | বি | দুবাই | রাত ৮টা |
২ সেপ্টেম্বর | পাকিস্তান-বাছাই পেরিয়ে আসাদল | এ | শারজাহ | রাত ৮টা |
৩ সেপ্টেম্বর | বি১-বি২ | সুপার ফোর | শারজাহ | রাত ৮টা |
৪ সেপ্টেম্বর | এ১-এ২ | সুপার ফোর | দুবাই | রাত ৮টা |
৬ সেপ্টেম্বর | এ১-বি১ | সুপার ফোর | দুবাই | রাত ৮টা |
৭ সেপ্টেম্বর | এ২-বি২ | সুপার ফোর | দুবাই | রাত ৮টা |
৮ সেপ্টেম্বর | এ১-বি২ | সুপার ফোর | দুবাই | রাত ৮টা |
৯ সেপ্টেম্বর | বি১-এ২ | সুপার ফোর | দুবাই | রাত ৮টা |
১১ সেপ্টেম্বর | ফাইনাল (সুপার ফোরের সেরা দুই দল) | দুবাই | রাত ৮টা |
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।