জুমবাংলা ডেস্ক : ওয়ালটনের আয়োজনে ঢাকায় শুরু হলো তিন দিনব্যাপী ইন্টারন্যাশনাল অ্যাডভান্সড কম্পোনেন্টস অ্যান্ড টেকনোলজি (এটিএস) এক্সপো-২০২৩।
বৃহস্পতিবার (১০ আগস্ট) রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় মেলার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবাইয়েত-উল-ইসলাম, এফবিসিসিআই প্রেসিডেন্ট মাহবুবুল আলম, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সামির সাত্তার এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও গোলাম মুর্শেদ।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘১৯৭৭ সালে যাত্রা শুরু করে ওয়ালটন অনেক এগিয়েছে। আমাদের স্বাধীনতা এমন উদ্যোক্তাদের এগিয়ে যেতে সাহায্য করেছে। শুধু দেশেই নয়, বিদেশেও যাচ্ছে ওয়ালটনের পণ্য। তাদের কারণে অনেক বিদেশি অর্থ বেঁচে যাচ্ছে। নইলে এগুলো আমদানি করতে হতো। এখন আমাদের এমন প্রতিষ্ঠান প্রয়োজন যারা দেশের চাহিদার পাশাপাশি বৈদেশিক মুদ্রাও অর্জন করতে পারবে।’
ওয়ালটন প্রায় ৩০ হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘সত্যিকারার্থে ওয়ালটন আমাদের দেশের একটা আইকন হয়ে গেছে। আমাদের দেশের মানুষের ক্রয়ক্ষময়া বাড়ছে। ওয়ালটন তাদের চাহিদা পূরণ করবে। পাশাপাশি বিদেশেও তাদের পণ্য রফতানি করবে। আশার বিষয় হলো, ২০৩০ সাল নাগাদ তারা ১০ বিলিয়ন ডলারে পৌঁছাতে চায়। এ লক্ষ্যমাত্রা অর্জনে সরকার ওয়ালটনের পাশে থাকবে।’
মেলার আয়োজন সম্পর্কে গোলাম মুর্শেদ জানান, ‘এটিএস এক্সপো বাংলাদেশে একক কোনও প্রতিষ্ঠানের প্রথম আন্তর্জাতিক শিল্পমেলা। এতে একই ছাদের নিচে সমাহার ঘটেছে ওয়ালটনের নিজ সর্বাধুনিক ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে তৈরি আন্তর্জাতিকমানের ৫০ হাজারেরও বেশি ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়ালস, কম্পোনেন্টস, সার্ভিসেস এবং টেস্টিং ফ্যাসিলিটিস। এগুলোর অধিকাংশই প্রায় সব ধরনের শিল্প প্রতিষ্ঠানের বিভিন্ন ধাপে প্রধান কাঁচামাল ও কম্পোনেন্টস হিসেবে ব্যবহৃত হচ্ছে।’
শনিবার (১২ আগস্ট) পর্যন্ত মেলা চলবে বলে জানিয়েছেন আয়োজকরা।
প্রদর্শনীর পাশাপাশি এক্সপোতে আগামীকাল (১১ আগস্ট) ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশীয় শিল্পের ভূমিকা’ শীর্ষক প্যানেল আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, শিল্পমেলায় মোট ২১টি স্টলে পণ্যসহ ইন্ডাস্ট্রিয়াল কম্পোনেন্টস, ম্যাটেরিয়ালস, সার্ভিসেস, টেস্টিং ল্যাব ও ফ্যাসিলিটিস প্রদর্শন করা হচ্ছে। এটিএস এক্সপোতে টেস্টিং সলিউশন, ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়ালস, কম্পোনেন্টস, সার্ভিসেস ও প্রোডাক্ট– এই চারটি ক্যাটাগরিতে পণ্য প্রদর্শন করা হচ্ছে।
টেস্টিং সলিউশনস ক্যাটাগরিতে বিভিন্ন ধরনের টেস্টিং ফ্যাসিলিটিস প্রদর্শন করা হচ্ছে। এগুলোর মধ্যে রয়েছে ক্যাবল ও ওয়ার ল্যাব, নয়েজ টেস্টিং ল্যাব, এলইডি ল্যাব, নাসদাত-ইউটিএস প্রেসিসং ইঞ্জিনিয়ারিং ল্যাবরেটরি, প্রোডাক্ট কোয়ালিটি কন্ট্রোল ল্যাব, ওয়ালটন সাইন্স রিসার্চ ল্যাব ও ওয়ালটন ম্যাটালারজিক্যাল এনালাইসিস ও রিসার্চ ল্যাব।
মেলায় সার্ভিসেস ক্যাটাগরির স্টলগুলোতে রয়েছে কন্সট্র্যাকশন সার্ভিস, মোন্ড অ্যান্ড ডাই, পাওয়ার-প্রেস, রেফ্রিজারেটর ও এসএমটি (সারফেস মাউন্টিং টেকনোলজি)।
প্রোডাক্ট ক্যাটাগরিতে প্রদর্শিত হচ্ছে ফ্রিজ, টিভি, এয়ার কন্ডিশনার, ফাসেনার পিসিবি, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সেস, কেমিক্যাল, মাস্টারব্যাচেস মোল্ড অ্যান্ড ডাই, আইটি প্রোডাক্ট ইত্যাদি।
ইন্ডাস্ট্রিয়ল ম্যাটেরিয়ালস ও কম্পোনেন্টস ক্যাটাগরিতে দেশের বিভিন্ন ফরওয়ার্ড লিংকেজ শিল্প খাতে কাঁচামাল হিসেবে ব্যবহৃত প্রধান কম্পোনেন্টসগুলো প্রদর্শন করা হচ্ছে। এগুলোর মধ্যে রয়েছে রেফ্রিজারেটর কম্পোনেন্টস, এয়ার কন্ডিশনার কম্পোনেন্টস, টেলিভিশন কম্পোনেন্টস, হোম অ্যাপ্লায়েন্স কম্পোনেন্টস, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স কম্পোনেন্টস, লিফট কম্পোনেন্টস, কাস্টিং কম্পোনেন্টস ইত্যাদি।
মেলায় প্রদর্শিত এসব কম্পোনেন্টস ও ম্যাটেরিয়ালস প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশনস, গার্মেন্টস, পাইকারি ও ট্রেডিং বিজনেস ইত্যাদি শিল্প খাতে ব্যবহৃত হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।