জুমবাংলা ডেস্ক : পাবনার ভাঙ্গুরায় শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক দাবি করে যুবদলের সাবেক এক নেতা ফেসবুকে পোস্ট দিয়েছেন। গতকাল মঙ্গলবার (২৬ মার্চ) রাতে দেওয়া তাঁর এই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দলে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হলে পোস্টটি তিনি ডিলিট করেন।
সাবেক যুবদল নেতা রোকনুজ্জামান রাজিব ফেসবুকে লেখেন, ‘১৯৭১ সালের ২৫ মার্চ গভীর রাতে অর্থাৎ ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন।’ তাঁর এই পোস্ট দেওয়ার পর দলীয় নেতা-কর্মীসহ স্থানীয়রা তাঁকে নিয়ে সমালোচনা করছেন। কেউ তাঁর এ বক্তব্যকে ‘অল্প বিদ্যা ভয়ংকর’ বলে আখ্যা দিয়েছেন।
মো. জহির নামের একজন রাজিবের ওই পোস্ট শেয়ার করে লেখেন, ‘বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন, এই কথাটার মানে জানতে চাই।’
রাজিব ভাঙ্গুরা পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। বর্তমানে কোনো কমিটি নেই। পেশায় পিকআপচালক হলেও তিনি রাজনীতিতে সক্রিয়। তাঁর বিরুদ্ধে এর আগে চাঁদাবাজির অভিযোগও উঠেছিল। রাজনৈতিক জীবনে বিভিন্ন সময় নানা বিতর্কে জড়ানো রাজিবকে এ ফেসবুক পোস্ট আবারও আলোচনায় আনল।
এ বিষয়ে রোকনুজ্জামান রাজিব বলেন, ‘এটি একটি অনিচ্ছাকৃত ভুল। কম্পিউটার দোকানে ভুল হয়ে গেছে, বিষয়টি নিয়ে আমি নিজেও বিব্রত।’
ভাঙ্গুরা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি অবগত নই। যদি সত্যিই এমন কিছু ঘটে থাকে, তবে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
পাবনা জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানা বলেন, ‘বিষয়টি আমি জানতাম না। এখন শোনলাম, খোঁজখবর নিয়ে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।