
জুমবাংলা ডেস্ক : মুজিববর্ষ উপলক্ষ্যে শেখ রাসেল স্কুল এন্ড কলেজের উদ্যোগে দুস্থ্য ও হতদরিদ্র শিক্ষার্থীর মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের ব্যবস্থাপনায় পূর্ব বাড্ডায় শেখ রাসেল স্কুল এন্ড কলেজে শীত বস্ত্র বিতরণ করা হয়।
শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা ড.হুমায়ুন কবির এবং প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ড. মো.জাকির হোসেন।
এ সময় প্রশাসনিক কর্মকর্তা আবদুল হাই এবং আইসিটি প্রভাষক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আল ফারুকসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
করোনাকালিন সময়ে শেখ রাসেল স্কুল এন্ড কলেজের দুস্থ্য ও হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর সহযোগিতায় দুইবার শিশুখাদ্য এবং প্রতিষ্ঠানের অর্থায়নে একবার দুইশতাধিক শিক্ষার্থীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
আগামী শুক্রবার সকাল ১১ টায় অতিরিক্ত জেলা প্রশাসক মো.মমিন উদ্দিনের উপস্থিতিতে অত্র প্রতিষ্ঠানে দ্বিতীয় ধাপে শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হবে।
প্রতিষ্ঠানটি জাতির জনকের আদর্শে বিশ্বাসী একদল শিক্ষিত সৃজনশীল তরুণ-তরুণী নিজস্ব অর্থায়নে সমাজের এতিম, গরিব ও সুবিধাবঞ্চিত শিশু কিশোরদের শিক্ষার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ২০১৭ সালে রাজধানীর পূর্ব বাড্ডায় প্রতিষ্ঠা করেন। যেখানে বর্তমানে ৫০০ শতাধিক ছাত্র-ছাত্রী বিনা বেতনে শিক্ষার সুবিধা পাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।