জুমবাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠেয় বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচ দেখতে আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২২ নভেম্বর এই ম্যাচ শুরু হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন দুবাই সফর উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।
তিনি বলেন, বৃহস্পতিবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলী আগেই টেস্ট ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়ে শেখ হাসিনাকে চিঠি দিয়েছিলেন। সেই আমন্ত্রণপত্র গ্রহণ করে প্রধানমন্ত্রী এরই মধ্যে কলকাতায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
দুই প্রতিবেশী দেশের মধ্যে কলকাতায় অনুষ্ঠেয় ওই টেস্ট ম্যাচ দেখতে যাচ্ছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।