জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে, যা বিচার বিভাগ এবং আইনের শাসনের প্রতি চরম অবমাননা বলে উল্লেখ করে দলটি তীব্র প্রতিবাদ জানিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এই হুমকি দিয়েছেন বলে দাবি করা হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে দলটি জানিয়েছে, নাহিদ ইসলামের বক্তব্য বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসনের প্রতি আক্রমণ। আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
বিবৃতিতে বলা হয়েছে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পরাজিত যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধীদের বিচারের প্রতিশোধ নিতে স্বাধীনতাবিরোধী অপশক্তি এবং অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার পরিকল্পনা করছে। এতে আরো উল্লেখ করা হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বিরুদ্ধে কাল্পনিক তথ্যের ভিত্তিতে গণহত্যার মিথ্যা মামলা করা হয়েছে।
বিবৃতিতে আওয়ামী লীগ বলেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ধর্মীয় জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের বিচারক নিয়োগ দেওয়া হয়েছে এবং যুদ্ধাপরাধীদের পক্ষের আইনজীবীকে প্রধান প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আইনের শাসনের সব নীতিকে উপেক্ষা করে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
দলটি আশঙ্কা প্রকাশ করেছে যে অন্তর্বর্তী সরকারের এই কার্যক্রম বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর প্রতি একটি চ্যালেঞ্জ। তারা বলছে, এই কর্মকাণ্ড স্পষ্ট প্রমাণ করে যে তারা শেখ হাসিনাকে হত্যা করতে চায়।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে এবং গণহত্যার অভিযোগ তুলে তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার পরিকল্পনা করা হয়েছে। আওয়ামী লীগ দাবি করেছে, মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী রাজনৈতিক দল হিসেবে তারা এই নীলনকশাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।
দলটি বর্তমান পরিস্থিতির বিরুদ্ধে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছে, দেশে ব্যাপক অরাজকতা চলছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নেই এবং হত্যাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
আওয়ামী লীগের এই বিবৃতিতে আরো বলা হয়েছে, দেশে গণমাধ্যমে ইনফরমেশন ব্ল্যাকআউট চলছে এবং রাজনৈতিক সহিংসতা ও হত্যাকাণ্ডের খবর প্রকাশিত হচ্ছে না। সরকারের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হচ্ছে এবং নেতাকর্মীদের ওপর অমানবিক নির্যাতন চলছে।
বিবৃতিতে আরো উল্লেখ করা হয় যে, শেখ হাসিনা হত্যার ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়ামী লীগ দেশবাসী এবং আন্তর্জাতিক মহলের কাছে ন্যায়বিচারের দাবি জানাচ্ছে।
তারা সতর্ক করেছে, যেকোনো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আওয়ামী লীগ প্রতিরোধ গড়ে তুলবে এবং দেশের গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।