আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া সম্মানসূচক ডিগ্রি বাতিল করতে যাচ্ছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়। ১৯৯৯ সালে তাকে আইনের ওপর সম্মানসূচক ডিগ্রি দিয়েছিল অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি (এএনইউ)।
সোমবার (২১ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইয়াহু নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া সম্মানসূচক ডিগ্রি বাতিল করতে যাচ্ছে।
বিশ্ববিদ্যালয় তাকে ১৯৯৯ সালে সম্মানসূচক আইন ডিগ্রি প্রদান করেছিল। তবে এটি পুনর্বিবেচনা করা হচ্ছে। তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা এবং রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছাচ্ছে না, বরং ডিগ্রি বাতিলের প্রক্রিয়া ও নীতিমালা পর্যালোচনার একটি বড় পর্ব সম্পন্ন হওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এর কয়েক দিন আগেই বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) শেখ হাসিনার বিরুদ্ধে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এ ছাড়া ২০২৪ সালের অক্টোবরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। অভিযোগের মধ্যে রয়েছে গণহত্যা ও হত্যা।
এএনইউ কর্তৃপক্ষের একজন মুখপাত্র বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ইতিহাসে কোনো সম্মানসূচক ডিগ্রি বাতিল করা হয়নি। এমন কোনো পূর্বপ্রথা নেই। ফলে কোনো নির্দিষ্ট বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে বিশ্ববিদ্যালয়টি আরও বিস্তারিতভাবে বাতিলকরণ পদ্ধতি তৈরি করার উদ্যোগ নিচ্ছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।