রফিক সরকার, গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে গণশুনানি হয়েছে। শনিবার বিকেলে (২৮ ডিসেম্বর) স্থানীয় উপজেলা প্রশাসনের সহযোগিতায় যৌথভাবে এ গণশুনানির আয়োজন করেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় ও ইউএনএফপিএ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহিলা ও শিশু বিষয়ক সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ও যুগ্ম সচিব এমএ কামাল বিল্লাহ’র পরিচালনায় এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, ইউএনও মো. শিবলী সাদিক, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এইচএম আবুবকর চৌধূরী প্রমুখ।
গণশুনানিতে জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, নারী নেত্রী, স্বাস্থ্যসেবা কর্মী, কাজী-পুরোহিত, শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ নানা সমস্যা, অভিযোগ ও প্রতিকারের ব্যাপারে প্রশ্ন করেন। তবে নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে গণশুনানিতে স্থানীয় নারীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যথাযথ স্বাস্থ্য সেবা না পাওয়া এবং বাল্য বিয়ের ব্যাপারে নোটারী পাবলিকের ব্যাপারে বিস্তর অভিযোগ করা হয়।
তবে স্থানীয়দের অভিযোগের ব্যাপারে অনুষ্ঠানের প্রধান অতিথি সংশ্লিষ্ট দপ্তরের প্রধানদের কঠোর হুশিয়ারী দিয়ে বলেন, এখন থেকে প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে এ ধরণের গণশুনানি অনুষ্ঠিত হবে। আশা করব যে ধরণের অভিযোগ আজকের অনুষ্ঠানে উঠে এসেছে সেগুলো আগামী গণশুনানিতে আর উঠবে না। এর পরও যদি এই ধরণের অভিযোগ আসে তাহলে দায়িদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমান শেখ হাসিনার সরকার নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছেন। দেশের সকল নারীকে নতুনভাবে বেঁচে থাকার ব্যাপারে সব ধরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। কাজেই কোন দপ্তরের গাফিলতিতে সরকারের এতো আয়োজন প্রশ্নবিদ্ধ হবে তা মেনে নেওয়া হবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।