শেখ হাসিনা ও তাঁর দোসরদের কাঠগড়ায় দাঁড়াতে হবে: নিজামীপুত্র মোমেন

জুমবাংলা ডেস্ক : ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তাঁর দোসরদের ন্যায়বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সাবেক আমীর প্রয়াত মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।

শনিবার দুপুরে পাবনার সাঁথিয়া উপজেলার মনমথপুর গ্রামে মাওলানা মতিউর রহমান নিজামীর আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে এই কথা বলেন তিনি।

ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, ন্যায়বিচারে বিশ্বাস করে। এই জন্য ফ্যাসিবাদী খুনি হাসিনা ও তাঁর দোসরদের ন্যায়বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।’

নিজামীপুত্র মোমেন বলেন, ‘যখন শেখ হাসিনা বলেছিলেন যে, যুদ্ধাপরাধীদের সন্তানরা ষড়যন্ত্র করছে। এরপর মীর কাশেম আলীর ছেলে আরমানকে গুম করল। তখন গুম হওয়ার আশঙ্কায় আমি জামায়াতের আমীরের পরামর্শে ২০১৬ সালের মে মাসে দেশত্যাগ করি। আমার বাবাকে যখন ফাঁসি দেওয়া হয়েছিল, তাঁর জানাজা আমাকে করতে দেওয়া হয়নি। ৮ বছরের বেশি সময় পর আবার দেশে ফিরে বাবার কবর জিয়ারত করলাম।’

নাজিব মোমেন আরও বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের মিথ্যা অভিযোগ তুলে আমার বাবাসহ যাদের হত্যা করা হয়েছে, সেই তথাকথিত বিচারের সঙ্গে যারাই জড়িত তাদের সবাইকে বিচার করতে হবে। কারা কারা জড়িত, কীভাবে তদন্ত করা হয়েছে, কীভাবে স্বাক্ষীগুলো ম্যানেজ করা হয়েছিল। এইগুলোর সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। আর এই বিচারের দায়িত্ব সরকারের।’

এক প্রশ্নের জবাবে নাজিব মোমেন বলেন, ‘আমি পদ-পদবিতে বিশ্বাসী নই। আমি একজন খাদেম। তবে এলাকাবাসী ও দল চাইলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসনে নির্বাচন করতে প্রস্তুত আছি।’

প্রসঙ্গত, দীর্ঘ ৮ বছর পর লন্ডন থেকে গতকাল শুক্রবার ঢাকার বিমানবন্দরে এসে পৌঁছান ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। সেখানে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা তাঁকে শুভেচ্ছা জানান।

এরপর শনিবার সকাল ১১টার দিকে ঢাকা থেকে প্রথমে সিরাজগঞ্জের বাঘাবাড়ি মোড়ে আসেন। সেখানে হাজার হাজার নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে নাজিব মোমেনকে স্বাগত জানায়। এরপর সেখান থেকে ১২টার দিকে বেড়ার সিএন্ডবি গোল চত্ত্বরে পথসভা শেষ সাঁথিয়ার পারিবারিক কবরস্থানে বাবার কবর জিয়ারত করেন তিনি। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসব কর্মসূচিতে পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল, সাবেক জেলা আমীর আব্দুর রহিম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সালেহ মো. আব্দুল্লাহ, বেড়া উপজেলা জামায়াতের আমীর ডা. আব্দুল বাছেদ, সাঁথিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোখলেছুর রহমানসহ জেলা ও উপজেলার অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।