শেখ হাসিনা-শামীম ওসমানসহ ৩৮ জনের বিরুদ্ধে শিশু হত্যা মামলা

শেখ হাসিনা-শামীম

জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের শিমরাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হুসাইন (১০) নামে এক শিশু গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শেখ হাসিনা-শামীম

মামলার আলোচিত অন্য আসামিরা হলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক এমপি শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, কায়সার হাসনাত, আজমেরি ওসমান, অয়ন ওসমান

বুধবার (২১ আগস্ট) বিকালে নিহত হুসাইনের বাবা মানিক মিয়া বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক।

বন্যা পরিস্থিতির অবনতি: চট্টগ্রাম থেকে ট্রেন চলাচল বন্ধ

মামলায় উল্লেখ করা হয়, গত ২১ জুলাই অনেক আওয়ামী দুষ্কৃতকারীরা ১-৩ নং আসামির নির্দেশে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, পিস্তল, শর্টগান, ককটেল, ইটপাটকেল ও দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে ছাত্রদের ওপর হামলা চালায়। তখন তার সন্তান হুসাইন শিমরাইলের ডাচ-বাংলা ব্যাংকের সামনে বিকেলে গুলিবিদ্ধ হয়ে মারা যায়।