আন্তর্জাতিক ডেস্ক : শেনজেনভুক্ত আঞ্চলে ভিসামুক্ত প্রবেশের সুবিধা পাচ্ছে আরও দুই দেশ। এ দুই দেশ থেকে আকাশ ও সাগরপথে শেনজেনভুক্ত অঞ্চলের যে কোনো দেশে ভিসা ছাড়াই প্রবেশ করা যাবে। রোববার (৩১ মার্চ) এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগদানের এক দশকের বেশি সময় পর রোববার থেকে আংশিকভাবে এ সুবিধা পেতে যাচ্ছে দেশ দুটি। এর ফলে দেশ দুটির নাগরিকেরা বিনা ভিসাতেই ইইউর অন্য দেশগুলো ভ্রমণ করতে পারবেন। দেশ দুটি হলো- রোমানিয়া ও বুলগেরিয়া।
প্রতিবেদনে বলা হয়েছে, যে কোনো পথে ভিসামুক্ত প্রবেশের সুবিধা পাবেন না দেশ দুটির নাগরিকেরা। কেবল আকাশ ও সাগরপথের ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে। এ দুই পথে তারা বিনা ভিসাতেই ইউরোপীয় ইউনিয়নের বাকি অংশে প্রবেশ করতে পারবেন।
অস্ট্রিয়ার ভেটোর কারণে স্থলপথে এখনো শেনজেনভুক্ত অঞ্চলে যুক্ত হতে পারেনি বুলগেরিয়া ও রোমানিয়া। কারণ হিসেবে বলা হয়েছে, স্থলপথে এই দেশগুলো হয়ে সহজে অইউরোপীয় অভিবাসীরা ইইউর বাকি দেশগুলোতে পৌঁছে যেতে পারবেন।
গত শনিবার ইইউর প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন বলেন, এটি দুই দেশের জন্য বড় সাফল্য। এই এলাকার জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত এটি। অবাধ চলাচলের জন্য বিশ্বের বৃহত্তম এলাকা এটি। আমার সবাই মিলে আমাতের সকল নাগরিকদের জন্য শক্তিশালী ইউরোপ করছি।
এ দুই দেশ ছাড়াও ইউরোরোপীয় ইউনিয়নের ২৫ দেশ ও এর বাইরের চার দেশ শেনজেনের অন্তর্ভুক্ত। এ চার দেশ হলো- সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড এবং লিচেনস্টাইন।
রোমানিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কাতালিন প্রেতোইও দেশটির এক সংবাদমাধ্যমকে জানান, স্থল সীমান্তে শেনজেনে যোগদানের জন্য একাধিক কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।