শেয়ারবাজারে সূচক ঊর্ধ্বমুখী, এক ঘণ্টায় ডিএসইতে লেনদেন ১৫৮ কোটি

জুমবাংলা ডেস্ক : সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মাধ্যমে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন চলছে। আর লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ১৫৮ কোটি টাকা।

সোমবার (৯ সেপ্টেম্বর) চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের প্রথম ঘণ্টায় (সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত) দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৪ দশমিক ৯১ পয়েন্ট বেড়েছে। তবে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে কমেছে ১১৩ দশমিক ৮১ পয়েন্ট।

ডিএসইর তথ্য মতে, সোমবার লেনদেনের প্রথম ঘণ্টায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪ দশমিক ৯১ পয়েন্ট ও ডিএসইএস সূচক ২ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ৫ হাজার ৬৮৪ দশমিক ২২ পয়েন্টে ও ১ হাজার ২২৩ দশমিক ৮৮ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৩ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১০৪ দশমিক ১৪ পয়েন্টে।

এ সময় ডিএসইতে ৩৮২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৯৮টির কোম্পানির শেয়ারের, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টি।

এছাড়া ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১৫৮ কোটি ৩১ লাখ টাকার শেয়ার।

অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে প্রধান সূচক সিএএসপিআই ১১৩ দশমিক ৮১ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ৬৭ দশমিক ৬১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৬ হাজার ১২৩ দশমিক ৮৫ পয়েন্টে ও ৯ হাজার ৭১৯ দশমিক ৮৫ পয়েন্টে।

আর সিএসই-৩০ সূচক ১৩ দশমিক ০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৯১ দশমিক ৩৬ পয়েন্টে। এছাড়া সিএসআই সূচক ৬ দশমিক ২৬ পয়েন্ট ও সিএসই-৫০ সূচক ৯ দশমিক ০১ পয়েন্ট কমে যথাক্রমে অবস্থান করছে ১ হাজার ২৬ দশমিক ৮৫ পয়েন্টে ও ১ হাজার ১৯১ দশমিক ২৪ পয়েন্টে।

এ সময় লেনদেন হয়েছে ১ কোটি ১৫ লাখ ৩৯ হাজার টাকার।

লেনদেন হওয়া ৯৯ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫টি কোম্পানি শেয়ারের, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৮টির।

দুর্বল ১০ ব্যাংককে বাঁচিয়ে রাখার চেষ্টা হচ্ছে: গভর্নর