Advertisement
জুমবাংলা ডেস্ক: শেরপুরে জঙ্গলদী গ্রামে মাটি কাটার সময় ভেকু মেশিন উল্টে দশানী নদীতে নিখোঁজ এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে দমকলকর্মীরা। খবর ইউএনবি’র।
ডুবুরিদের এক ঘণ্টা চেষ্টায় সোমবার রাতে নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত সুলতান আহমেদ (৪৫) পাশ্ববর্তী লছমনপুর গ্রামের গদা মিস্ত্রীর ছেলে। তিনি মাটি কাটার কাজ করতেন।
জামালপুর দমকল বিভাগের স্টেশন কর্মকর্তা মো. নুরুজ্জামান ও ডুবুরি রফিকুল ইসলাম জানান, সোমবার বিকালে তিন শ্রমিক জঙ্গলদী এলাকার দশানী নদীর মাটি কাটার সময় হঠাৎ ভেকু মেশিন উল্টে গেলে নদীতে পড়ে যান। এ সময় দুই শ্রমিক সাঁতরে তীরে উঠতে পারলেও সুলতান নিখোঁজ হন। পরে জামালপুর দমকল বাহিনীকে জানানো হলে রাত সাড়ে ১০টার দিকে সুলতানের লাশ খুঁজে পাওয়া যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।