জুমবাংলা ডেস্ক : ওপাশে ভারত, এপাশে বাংলাদেশ। মাঝে কাঁটাতার। সেই কাঁটাতারই আলাদা করেছে দুই দেশকে। তবে কখনও কখনও মানবিকতার কাছে হার মানে কাঁটাতারের ক্ষমতা।
মঙ্গলবার ভারতের নদিয়ার সীমান্তবর্তী গ্রাম মাটিয়ারিতে মারা যান শাহমুল মণ্ডল নামে একজন। ওই ব্যক্তির বোনসহ বেশ কয়েক জন আত্মীয় কাঁটাতারের এপারে বাংলাদেশে থাকেন। বাংলাদেশে থাকা বোনদের শেষবার ভাইয়ের মুখটা দেখার সুযোগ করে দেন সীমান্তরক্ষীরা।
কলকাতার আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।
Advertisement
দক্ষিণবঙ্গ বিএসএফের জনসংযোগ কর্মকর্তা ডিআইজি এ কে আর্য সামাজিক ও মানবিক মূল্যবোধের প্রতি বাহিনীর অঙ্গীকার তুলে ধরেন। তিনি বলেন, বিএসএফ কর্মীরা দিনরাত সীমান্ত পাহারা দেন। তারা কেবল দেশের নিরাপত্তা নিশ্চিত করেন না, বরং সীমান্তের বাসিন্দাদের মানসিক এবং সামাজিক মঙ্গলও বিবেচনা করেন।
https://inews.zoombangla.com/application-to-get-gi-rights-of-tangail-sarees/
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।