স্পোর্টস ডেস্ক : ভারতীয় ফুটবল (Indian Football) ক্যালেন্ডারে ২৫ মার্চ, ২০২৫ তারিখটা বেশ গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বিরুদ্ধে ৯০ মিনিটের লড়াইয়ে নামছে টিম ইন্ডিয়া। ভারতীয় ফুটবল দলের কোচ হিসাবে ইগর স্টিম্যাচ দায়িত্ব গ্রহণ করার পর নীল বাঘেরা একেবারে সাফল্য অর্জন করতে পারেনি। সেইদিক থেকে বাংলাদেশের বিরুদ্ধে এই ম্যাচটার যথেষ্ট গুরুত্ব রয়েছে।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ভারত (indian football team) এবং বাংলাদেশের মধ্যে এখনও পর্যন্ত মোট ২৮ ম্যাচ খেলা হয়েছে। এরমধ্যে ১৪ ম্যাচে ভারত জয়লাভ করেছে। আর ঘরের মাঠে বাকি ম্যাচে তারা অপরাজিত রয়েছে। অন্যদিকে, বাংলাদেশ মাত্র চারটে ম্যাচ জিততে পেরেছে। শেষবার ২২ বছর আগে টাইগারবাহিনী ভারতের বিরুদ্ধে জয়লাভ করেছিল। সাফ চ্যাম্পিয়নশিপ সেমিফাইনালে ২-১ গোলে জয়লাভ করেছিল ভারত।
ফলে শেষবার ভারত এবং বাংলাদেশের মধ্যে যে ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল, তাতে বাংলাদেশ যে হেরে গিয়েছিল, তা বলার অপেক্ষা রাখে না। উল্লেখ্য, ২০২১ সালের ৪ অক্টোবর সাফ চ্যাম্পিয়নশিপে ভারত এবং বাংলাদেশ শেষবার একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। মালদ্বীপে আয়োজিত এই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়ে গিয়েছিল। ম্যাচের ২৭ মিনিটে ভারতের হয়ে একমাত্র গোলটি করেছিলেন সুনীল ছেত্রী। আন্তর্জাতিক ফুটবলে এটা তাঁর ৭৬তম গোল ছিল। এই গোল করার ক্ষেত্রে অ্যাসিস্ট করেছিলেন উদান্ত সিং।
তবে ম্যাচের অন্তিম লগ্নে মরণ কামড় দেয় বাংলাদেশও। ম্যাচে ১৫ মিনিট বাকি থাকতে জামাল ভূইঞাঁর কর্নার কিক থেকে হেড দিয়ে সমতা ফিরিয়ে ছিলেন ইয়াসিন আরাফত। তবে আজকের ম্যাচে টিম ইন্ডিয়া যে খাতায়-কলমে এগিয়ে থাকবে, সেটা আর আলাদা করে বলার দরকার নেই।
ভারত বনাম বাংলাদেশ, এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জনকারী পর্বের ম্যাচটি মঙ্গলবার (২৫ মার্চ, ২০২৫) ভারতীয় সময় অনুসারে সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।