স্পোর্টস ডেস্ক: শেষ ওভারে পাঁচটি ছয় হাঁকিয়ে কলকাতাকে অবিশ্বাস্য জয় উপহার দিয়েছেন রিংকু সিং। স্বাভাবিকভাবেই এমন জয়ে প্রশংসা কুড়াচ্ছেন এ উদীয়মান ক্রিকেটার। এবার নিজের দলকে রুদ্ধশ্বাস জয় এনে দেওয়ায় রিংকুকে দারুণ এক উপহার দিয়েছেন দলটির মালিক শাহরুখ খান।
রবিবার দুপুরে আহমেদাবাদে গুজরাট টাইটান্সের মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নদের রান পাহাড়ে ২০৫-এর লক্ষ্য পায় কলকাতা।
জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু করলেও ইনিংসের শেষের দিকে রশিদের হ্যাটট্রিকে রীতিমতো ম্যাচ থেকে ছিটকে যায় কলকাতা। এরপর বাইশ গজে এসেই ব্যাট হাতে ঝড় তোলেন নাইটদের রিংকু সিং।
গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচের শেষ ৫ বলে ৫ ছক্কা মেরে কলকাতাকে ৩ উইকেটের অবিশ্বাস্য এক জয় এনে দিয়েছেন রিংকু।
ম্যাচ জয়ের পর রিংকু বলেন, ‘সত্যি বলতে এরকম কিছু ভাবিনি। যেরকম বল আসছিল, সেরকম খেলছিলাম। ভাবিনি ৫ ছক্কা মারব। তবে ব্যাটে লেগে যাচ্ছিল। আত্মবিশ্বাস ছিল। শেষ পর্যন্ত ম্যাচ জিতে গেলাম।’
এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে রিংকুকে পাঠানের আসনে বসালেন বলিউড বাদশা শাহরুখ খান।
এদিন টুইটার অ্যাকাউন্টে পাঠানের পোস্টারে ছবি এডিট করে নিজের জায়গায় বসিয়ে দিয়েছেন রিংকু সিংয়ের মুখ।
JHOOME JO RINKUUUUU !!! My baby @rinkusingh235 And @NitishRana_27 & @venkateshiyer you beauties!!! And remember Believe that’s all. Congratulations @KKRiders and @VenkyMysore take care of your heart sir! pic.twitter.com/XBVq85FD09
— Shah Rukh Khan (@iamsrk) April 9, 2023
ক্যাপশনে রিংকুকে ‘বেবি’ উল্লেখ করে ছবির টাইটেল সংয়ের পাঠানও বদলে দিয়েছেন, ‘ঝুমে জো পাঠান’র জায়গায় লিখেছেন, ‘ঝুমে জো রিংকু’। তবে শুধু রিংকু নয়, পার্শ্বনায়ক ভেঙ্কটেশ আইয়ারদেরও অভিনন্দন জানিয়েছেন শাহরুখ। দলের প্রধান নির্বাহী কর্মকর্তা ভেঙ্কি মাইসোরকে ট্যাগ করে লিখেছেন, ‘আপনার হার্টের খেয়াল রাখুন, স্যার।’
এদিকে, আসল পাঠানের কাছ থেকে ‘পাঠান’ স্বীকৃতি পেয়ে উচ্ছ্বসিত রিংকু। কৃতজ্ঞতা জানাতেও ভুললেন না। শাহরুখের টুইট রিটুইট করে লিখেছেন, ‘শাহরুখ স্যার, আপনার জন্য ভালোবাসা। প্রতিনিয়ত সমর্থন দিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ।’
পাত্রী যদি রেডি থাকে, এখনই বিয়ে করতে রাজি : উর্বশীকে নিয়ে নাসিম শাহ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।