স্পোর্টস ডেস্ক: চলতি অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে শেষ চার নিশ্চিত করলেন সুইজারল্যান্ডের তারকা খেলোয়াড় রজার ফেদেরার।
আজ (২৮ জানুয়ারি) রড লেভার অ্যারেনায় অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম কোয়ার্টারে মাঠে নামেন ফেদেরার-সান্ডগ্রেন। ম্যাচের প্রথম সেট জিততে কোনো অসুবিধাই হয়নি সুইস তারকা ফেদেরারের। সান্ডগ্রেনকে কোনো সুযোগ না দিয়ে সেট জিতেন ৬-৩ ব্যবধানে।
কিন্তু পরের দুই সেটে অসাধারণ নৈপুণ্যে ঘুরে দাঁড়ান আমেরিকান টেনিস তারকা টেনিস সান্ডগ্রেন। দুইটি সেটেই ফেদেরারকে উড়িয়ে দেন সান্ডগ্রেন। দ্বিতীয় ও তৃতীয় সেট তিনি জেতেন ৬-২ ব্যবধানে।
চতুর্থ সেটটি জিতলেই সান্ডগ্রেন পেয়ে যেতেন সেমিফাইনালের টিকিট, শেষ আট থেকে বিদায় নিতে হতো আসরের ছয়বারের চ্যাম্পিয়ন ফেদেরারকে। কিন্তু চতুর্থ সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সেই সেট গড়ায় টাইব্রেকে। যেখানে ১০-৮ পয়েন্টে জিতে সমতা ফেরান সুইস তারকা।
আর সবশেষ পঞ্চম সেটে আবারও ৬-৩ ব্যবধানে জিতে ম্যাচটি নিজের করে নেন ফেদেরার। পেয়ে যান সেমিফাইনালের টিকিট। শেষ চারে তার প্রতিপক্ষ হতে পারে দ্বিতীয় কোয়ার্টারে খেলতে নামা মিলোস রাওনিক বা নোভাক জকোভিচের একজন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।