স্পোর্টস ডেস্ক : শেষ হলো দল গঠনের কাজ। রোববার (১৭ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু বিপিএলের চূড়ান্ত ড্রাফট। যেখানে অংশ নেওয়া সাতটি দল তাদের পছন্দের খেলোয়াড় দিয়ে স্কোয়াড গঠন করে। তবে অনেকে আবার পাননি কেনো দল।
যে তালিকায় বিদেশি ক্রিকেটারদের পাশাপাশি রয়েছে দেশিও। তালিকায় আছেন মোহাম্মদ আশরাফুল ছাড়াও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করা শাহরিয়ার নাফীসও আছেন।
দল পাননি জাতীয় দলের সদস্য সাদমান ইসলাম এবং এবাদত হোসেনও। এ ছাড়া ওপেনার মেহেদী মারুফ ও অলরাউন্ডার জিয়াউর রহমানকে দলে নেয়নি কেউ। দল পাননি আব্দুর রাজ্জাক, নাঈম ইসলাম, মার্শাল আইয়ুব, জুবায়ের হোসেন লিখনও।
উল্লেখ্য, ৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন বঙ্গবন্ধু বিপিএলের। এরপর ১১ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে টুর্নামেন্টটি। যেখানে এবার অংশ নেবে সাত নতুন দল-ঢাকা প্লাটুন, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, রাজশাহী রয়্যালস, সিলেট থান্ডার, কুমিল্লা ওয়ারিয়র্স, রংপুর রেঞ্জার্স ও খুলনা টাইগার্স।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।