স্পোর্টস ডেস্ক : মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স জয়ের জন্য ১৪৬ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় রাজশাহীকে। সেই লক্ষ্যে ৭ উইকেট হাতে রেখেই পৌঁছে যায় রাসেলবাহিনী। এই ম্যাচে রাজশাহীর একাদশে জায়গা হয়নি হজরতউল্লাহ জাজাইর। যে কারণে ওপেনিংয়ে পরিবর্তন এনে জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামে রয়্যালসরা। জয়ের লক্ষ্যে শুরুটা দারুণ করে রাজশাহী। দুই ওপেনার লিটন দাস এবং আফিফ হোসেনের ব্যাটে ৬ ওভারে ৬০ রানের পুঁজি পায় রাজশাহী। তবে ষষ্ঠ ওভারের পর খানিকটা ধীরগতিতে খেলতে শুরু করেন দুই ওপেনার। ইনিংসের নবম ওভারে লিটসের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউটের ফাঁদে পরে ফেরেন আফিফ।
২২ রান আসে তার ব্যাট থেকে। আফিফ ফিরলেও ৩৮ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন লিটন। হাফ সেঞ্চুরি হাঁকিয়ে অবশ্য ইনিংস লম্বা করতে পারেননি লিটন। শহিদুল ইসলামের করা বলকে লাইনের বিরুদ্ধে খেলতে গিয়ে ক্যাচ দিয়ে বসেন তিনি। ৫৮ রানে সাজঘরে ফিরতে হয় এই ওপেনারকে। শোয়েব মালিক এবং আন্দ্রে রাসেল মিলে দলকে ১০০’র ওপর নিয়ে যান। মালিক শেষের দিকে ১৬ রানে ফিরলেও রাসেল এবং রবি বোপারা মিলে রয়্যালসদের জয়ের বন্দরে নিয়ে যান। রাসেল ২৮ এবং বোপারা অপরাজিত থাকেন ১৩ রানে। এর আগে শামসুর রহমানের হাফ সেঞ্চুরি এবং রবি ফ্রাইলিঙ্কের দায়িত্বশীল ইনিংসে ভর করে রাজশাহী রয়্যালসের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করে খুলনা টাইগার্স। রাজশাহীর হয়ে আন্দ্রে রাসেল নেন ৪ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর :
খুলনা টাইগার্স : ১৪৫/৯ (২০ ওভার) (শামসুর ৫৫, ফ্রাইলিঙ্ক ৩৫, রুশো ৩৫; রাসেল ৪/৩৭)
রাজশাহী রয়ালস : ১৪৯/৩ (১৮ ওভার) (লিটন ৫৮) (শহিদুল ১/২৩)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।