বিনোদন ডেস্ক : ভারতের বিখ্যাত শিল্পী ও সুরকার বাপ্পি লাহিড়ী মুম্বাইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) মারা গেছেন। বুধবার সকালে তার মৃত্যুর খবর জানানো হয়।
মৃত্যুর দুই দিন আগে সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছিলেন বাপ্পি লাহিড়ী। ওই পোস্টে সাদা-কালো একটি পুরানো ছবি শেয়ার করেছিলেন তিনি। যেখানে, সানগ্লাস ও সোনার চেইন পরা অবস্থায় দেখা গেছে তাকে।
এই পোস্টের ক্যাপশনে বাপ্পি লাহিড়ী লেখেন, ‘ওল্ড ইজ অলওয়েজ গোল্ড’। অর্থাৎ- অতীত সব সময়ই সোনালি।
মৃত্যুর আগে এক মাস ক্রিটিকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন বাপ্পি লাহিড়ী। হাসপাতালটির পরিচালক ডা. দীপক নামযোশী বলেন, এক মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন লাহিড়ী, সোমবার তাকর ছাড়পত্র দেয়া হয়েছিলো। তবে মঙ্গলবার শারীরিক অবস্থার অবনতি আবারো হাসপাতালে ভর্তি করা হয়েছিলো।
তিনি আরো বলেন, বাপ্পি লাহিড়ীর বেশকিছু শারীরিক জটিলতা ছিলো। মধ্যরাতের কিছু আগে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ায় (ওএসএ) তার মৃত্যু হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।