স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের আগে পাকিস্তান শিবিরে ইনজুরির দুঃসংবাদ যেন পিছু ছাড়ছেই না। শাহীন শাহ আফ্রিদির পর এবার ইনজুরির জন্য পাকিস্তান শিবির থেকে ছিটকে গেলেন আরেক পেসার। তরুণ পেসার মোহাম্মদ ওয়াসিম প্রস্তুতি ম্যাচে চোটে পড়ে এশিয়া কাপের স্কোয়াড থেকে ছিটকে গেছেন।
ওয়াশিমের বদলে স্কোয়াডে সুযোগ পেয়েছেন অভিজ্ঞ পেসার হাসান আলী। পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। যেখানে তারা জানিয়েছেন, দলের প্রস্তুতি ম্যাচ খেলার সময় সাইড স্ট্রেইনে চোট পান ওয়াশিম।
পরবর্তীতে এমআরআই করানো হয় এই পেসারের। যেখানে তার সাইড স্ট্রেইনের চোটের বিষয়টি নিশ্চিত হয় দলের মেডিক্যাল টিম। ফলে এশিয়া কাপ থেকে ছিটকে যান ওয়াশিম। তার বদলি হিসেবে ইতোমধ্যে টুর্নামেন্ট কমিটির কাছে হাসান আলীর নাম প্রস্তাব করেছে পিসিবি।
আগামীকাল ২৮ আগস্ট নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে পাকিস্তান। এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানের বিপক্ষে ভারত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।