Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home শেষ মুহূর্তে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের একাদশ দেখে নিন
ক্রিকেট (Cricket) খেলাধুলা

শেষ মুহূর্তে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের একাদশ দেখে নিন

Shamim RezaJuly 28, 20193 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক : গতিক শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৯১ রানের বিশাল ব্যবধানে হেরে অনেকটাই ব্যাকফুটে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতায় ফিরতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই তামিম ইকবালের দলের। সেই লক্ষ্য নিয়েই রবিবার (২৮ জুলাই) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হবেন তামিম-মুশফিকরা। বাংলাদেশ সময় বিকেল তিনটায় শুরু হবে ম্যাচটি।

অধিনায়ক তামিম ইকবালের অধীনে প্রথম ম্যাচে একেবারেই নাজুক ছিল বাংলাদেশের পারফরম্যান্স। বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং; তিন বিভাগেই অপরিপক্বতার পরিচয় দিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সমালোচিত হয়েছে তামিমের অধিনায়কত্বও। দ্বিতীয় ম্যাচে তাই সামনে থেকে নেতৃত্ব দিতে মুখিয়েই থাকবেন অভিজ্ঞ এই ওপেনার।

অবশ্য সিরিজে ফেরার এই মিশনে বাংলাদেশ কিছুটা স্বস্তি পেতে পারে লাসিথ মালিঙ্গা না থাকায়। শ্রীলঙ্কার ৩৫ বছর বয়সী অভিজ্ঞ এই তারকা পেসার প্রথম ম্যাচ খেলে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। বিদায়ের ম্যাচটি তিনি রাঙ্গিয়ে নিয়েছেন দুর্দান্ত বোলিংয়ের মাধ্যমে। ৯.৪ ওভার বোলিং করে দুই মেইডেনসহ ৩৮ রান খরচায় তিন উইকেট শিকার করেন তিনি।

সিরিজে ফিরতে হলে বোলারদের এগিয়ে আসতে হবে সবার আগে। সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের নির্বিষ বোলিংয়ে প্রথমে ব্যাটিং করা শ্রীলঙ্কা ৮ উইকেটে ৩১৪ রানের বিশাল পুঁজি পায়।

মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজদের তেমন পাত্তাই দেননি কুশল পেরেরা, অ্যাঞ্জেলো ম্যাথুসরা। ৯৯ বলে ১৭টি চার ও একটি ছক্কায় ১১১ রান করেন কুশল পেরেরা।

দ্বিতীয় ওয়ানডের একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা নেই বলে ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন কোচ খালেদ মাহমুদ সুজন। ম্যাচের আগের দিন তিনি জানিয়েছেন, দল হারলেও সম্ভাব্য সেরা একাদশ নিয়ে প্রথম ওয়ানডে খেলেছিল বাংলাদেশ।

সুজন বলেন, ‘একাদশ সাজানোয় ভুল হয়েছে আমি সেভাবে ফিল করি না। আমরা ভালো একাদশই বাছাই করেছিলাম প্রথম ম্যাচের জন্য। পরিবর্তনের কথা আমরা এখনও চিন্তা করিনি। অনেকগুলো পরিবর্তন এলে যে ভালো হবে, সবসময় সেটা না। আবার অনেক সময় পরিবর্তন আনলে ভালো হয়। যেটা আমি বললাম যে আমরা প্রথম ম্যাচে সম্ভাব্য সেরা একাদশ সাজিয়েছি।’

শ্রীলঙ্কার একাদশে অবশ্য নিশ্চিতভাবেই একটি পরিবর্তন আসছে। প্রথম ওয়ানডে খেলে বিদায় নেয়া লাসিথ মালিঙ্গার পরিবর্তে একাদশে আসতে পারেন ডানহাতি পেসার দাশুন শানাকা। এ ছাড়া আর কোনো স্বাগতিকদের একাদশে পরিবর্তনের সম্ভাবনা নেই।

উইকেট এবং কন্ডিশনঃ

সিরিজ শুরু হওয়ার আগেই শ্রীলঙ্কার নির্বাচক কমিটির চেয়ারম্যান অশান্তা ডি মেল জানিয়েছিলেন, ব্যাটিং সহায়ক উইকেট থাকবে প্রতি ম্যাচেই। পিচ কিউরেটর গডফ্রে ডাবারকে স্পোর্টিং উইকেট বানানোর জন্য নির্দেশও দেন তিনি।

ডি মেল বলেন, ‘আমি গডফ্রেকে বলেছি তিন ম্যাচের জন্যই ভালো উইকেট বানাতে। যেখানে বোলাররা পেস এবং বাউন্স পাবে এবং ব্যাটসম্যানরাও ভালোভাবে খেলতে পারবে। দুই দলের কথা মাথায় রেখেই তাকে এমনটা বলেছি। দুই দলই যেন স্কোরবোর্ডে ভালো রান তুলতে সক্ষম হয়। তিনটি ম্যাচেই স্পোর্টিং উইকেট থাকবে এবং সবগুলোই নতুন উইকেট হবে।’

এদিকে আবহাওয়ার পূর্বাভাস থেকে জানা গেছে, প্রেমাদাসায় রবিবার সকালে বৃষ্টি নামার সম্ভাবনা থাকলেও সেটা লম্বা সময় নেবে না। যদিও বিকেল ৪টায় আবারও হানা দিতে পারে বৃষ্টি। এ ছাড়া বাকি দিন আর বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানা গেছে আবহাওয়া রিপোর্ট থেকে।

নজর থাকবে যাদের ওপরঃ

মুশফিকুর রহিমঃ
ব্যাট হাতে আগের ম্যাচে ৬৭ রানের দারুণ একটি ইনিংস খেলেছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। সাব্বির রহমানকে সঙ্গে নিয়ে পঞ্চম উইকেটে ১১১ রানের জুটি গড়েছিলেন তিনি। দলের বিপর্যয়ে হাল ধরতে পারদর্শী মুশফিকের প্রতি প্রত্যাশা থাকবে এই ম্যাচেও।

কুশল পেরেরাঃ
প্রথম ওয়ানডেতে ৯৯ বলে ১১১ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি ব্যাটসম্যান কুশল পেরেরা। দ্বিতীয় ম্যাচেও ২৮ বছর বয়সী এই ব্যাটসম্যানের ব্যাটের দিকে চেয়ে থাকবে শ্রীলঙ্কা।

বাংলাদেশ একাদশ-
তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, শফিউল ইসলাম, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ-
দিমুথ করুনারত্নে (অধিনায়ক), আভিস্কা ফার্নান্দো, কুশল পেরেরা (উইকেটরক্ষক), কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, লাহিরু থিরিমান্নে, থিসারা পেরেরা, ধনঞ্জয়া ডি সিলভা, নুয়ান প্রদীপ, দাশুন শানাকা ও লাহিরু কুমারা।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
cricket একাদশ ক্রিকেট খেলাধুলা দেখে নিন বাংলাদেশের বিপক্ষে মুহূর্তে শেষ! শ্রীলঙ্কার
Related Posts
নতুন বিশ্ব রেকর্ড

টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন এক বিশ্ব রেকর্ড, ৭ রানে নেই ৮ উইকেট

December 27, 2025
বিপিএলে নোয়াখালী

বিপিএলে নোয়াখালীর হতাশার অভিষেক

December 27, 2025
বিশ্ব রেকর্ড

অস্ট্রেলিয়ান গ্রেটকে ছাপিয়ে কোহলির ‘বিশ্ব রেকর্ড’

December 26, 2025
Latest News
নতুন বিশ্ব রেকর্ড

টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন এক বিশ্ব রেকর্ড, ৭ রানে নেই ৮ উইকেট

বিপিএলে নোয়াখালী

বিপিএলে নোয়াখালীর হতাশার অভিষেক

বিশ্ব রেকর্ড

অস্ট্রেলিয়ান গ্রেটকে ছাপিয়ে কোহলির ‘বিশ্ব রেকর্ড’

বিপিএল

দুপুরে পর্দা উঠছে বিপিএলের, ৬ দলের অধিনায়ক কে কে

উদ্বোধনী ম্যাচ

আজ থেকে শুরু বিপিএলের দ্বাদশ আসর, উদ্বোধনী ম্যাচ সিলেটে

বিপিএল

বিপিএল শুরুর আগমুহূর্তে দল প্রত্যাহারের আবেদন এক ফ্র্যাঞ্চাইজির

মেসির রেকর্ড

মেসির যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

BPL

বিপিএল ২০২৬ : কোন দলের অধিনায়ক কে?

রেকর্ড ভাঙলেন

মেসির রেকর্ড ভাঙলেন ইয়ামাল

রোনালদো

সৌদি আরবে বিলাসবহুল ভিলা কিনলেন রোনালদো

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Editorial Team Info
  • Funding Information
  • Ethics Policy
  • Fact-Checking Policy
  • Correction Policy
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.