স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে ২৮ রানের হারে বিশ্বকাপের চলতি আসর থেকে বিদায় নিয়েছে টাইগাররা। তবে পাকিস্তানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচটা জিতেই ইতি টানতে চান অধিনায়ক মাশরাফি।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাশরাফি বলেন, ‘ভালো চেষ্টা ছিল, তবে এ ম্যাচটা আমাদের জেতা দরকার ছিল। জুটিগুলোর কোনো একটি যদি ৮০-৯০ পার হতো, তবে ম্যাচের চিত্র অন্যরকম হতে পারতো।’
বিশ্বকাপের চতুর্থ হাফসেঞ্চুরির দেখা পাওয়া সাকিব আল হাসানের প্রশংসা করে ম্যাশ বলেন, ‘সাকিব নিজের সেরা ফর্মটা ধরে রেখেছে। মুশফিকও ভালো ব্যাটিং করেছে। তবে রোহিত শর্মার ক্যাচ মিস করাটা ছিল হতাশার। কিন্তু এমনটা খেলারই অংশ।’
আগামী ৫ জুলাই লর্ডসে শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে সাঠে নামবে টাইগাররা। এ সম্পর্কে মাশরাফি আরও যোগ করেন, ‘আমরা নিজেদের সেরাটাই দিয়েছি। সমর্থকরা আমাদের সঙ্গে ছিল। আশাকরি শেষটা জয় দিয়ে রাঙাতে পারবো।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।