সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হয়েছে ১৪ তম গভর্নস অ্যাওয়ার্ডস। এবার 14 তম গভর্নস অ্যাওয়ার্ডস এর অনুষ্ঠানে অতিথি সারিতে উপস্থিত ছিলেন রবার্ট ডাউনি জুনিয়র, লিওনার্দো, ব্র্যাডলি কুপার সহ হলিউডের হেবিওয়েট সব তারকারা। এ অনুষ্ঠানে সম্মানজনক অস্কার পেয়েছেন কৃষ্ণাঙ্গ অভিনেত্রী এঞ্জেলা ব্যাসেট।এ অনুষ্ঠান নভেম্বরে হওয়ার কথা ছিল। কিন্তু হলিউডের ব্যাপক ধর্মঘটের কারণে তা পিছিয়ে জানুয়ারি মাসে করা হয়। তবে বিজয়ীদের তালিকা আগেই প্রকাশ করা হয়ে গিয়েছিল। এজন্য এ আয়োজন নিয়ে দর্শকদের বাড়তি আগ্রহ ছিল।
এ অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুতে ছিলেন অভিনেত্রী এঞ্জেলা। তার বেশ কয়েকটি চলচ্চিত্র দর্শকদের মন কেড়ে নিয়েছে। ওয়াকানডাট রাজ্যের রানী রেমণ্ডা চরিত্রে তিনি দুর্দান্ত অভিনয় করেছেন। ব্ল্যাক প্যান্থার সিনেমায় তিনি দারুন performance করেছেন।
চার দশক জুড়ে বড় পর্দায় এরকম অনেক অবদান রেখেছেন তিনি। এর স্বীকৃতি হিসেবে সম্মানসূচক অস্কার পেলেন ৬৫ বছর বয়সী এই অভিনেত্রী। তিনি বন্ধু এবং পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এর আগে তিনি দুইবার প্রতিযোগিতামূলক অস্কারের জন্য মনোনীত হয়েছিলেন।
এঞ্জেলা জানান যে, আমাদের চলচ্চিত্র শিল্প যেন আরো সমৃদ্ধ হয় সে বিষয়ে চেষ্টা করে যাবো। দিনশেষে আমরা সবাই দারুন ও অর্থবহ কাজ করার সুযোগ চাই। অন্যদিকে পরিচালক মেল ব্রুকস সম্মানসূচক অস্কার পেয়েছেন। ৯৭ বছর বয়সী পরিচালকের জন্য এটি দুর্দান্ত ছিল।
অন্যদিকে মিশাল স্টার্ককে সম্মাননা দিয়েছে অস্কার কর্তৃপক্ষ। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলিউডের লিওনার্দো দ্য ক্যাপ্রিও, রবার্ট ডাউনি জুনিয়র, ব্র্যাডলি কুপার, পোর্টম্যান সহ অনেক নামিদামি অভিনেতা ও অভিনেত্রী। সব মিলিয়ে হেভিওয়েট ও জনপ্রিয় তারকাদের নিয়ে জমকালো অনুষ্ঠান দেখলো ক্যালিফোর্নিয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।