শেষ ২৪ ঘন্টায় আরও ৩৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৯০৭

নিজস্ব প্রতিবেদক: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯০৭ জন।

আজ বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্যা জানানো হয়।

এতে বলা হয়, শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪০ হাজার ১১০ জনে। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২৭ হাজার ১৪৭ জনের।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর আগের ২৪ ঘণ্টায় এক হাজার ৮৬২ জন নতুন রোগী শনাক্ত এবং ৫১ জনের মৃত্যুর খবর দিয়েছিল। সে হিসেবে গত একদিনে কভিডে মৃত্যু কমেছে। কিন্তু নতুন রোগী বেড়েছে।

গত ২৪ ঘন্টায় যে ৩৮ জন গত একদিনে মারা গেছেন তাদের ১৭ জনই ঢাকা বিভাগের। এছাড়া চট্টগ্রাম বিভাগের ৭ জন।