জুমবাংলা ডেস্ক: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ১০ রোগীর মৃত্যু হয়েছে।
এদের মধ্যে রাজশাহীর ৫ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫ জন রোগী ছিলেন।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত ছিলেন ৩ জন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে ৬ জন ও একজন করোনা নেগেটিভ হওয়ার পর মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৪৬ জন। এ নিয়ে ২৭১ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৩৬৫ জন।
এরমধ্যে রাজশাহীতে ২১৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ৮৭ জন, নাটোরের ২৫ জন, নওগাঁর ২৪ জন, পাবনার ৬, কুষ্টিয়ার ৪ জন এবং চুয়াডাঙ্গার ২ জন রয়েছেন।
বৃহস্পতিবার রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৩৭৬টি নমুনা পরীক্ষায় ১১৩ জনের করোনা সংক্রমণের খবর আসে। রাজশাহীতে সনাক্তের হার ৩০ দশমিক ০৫ শতাংশ।
নওগাঁ জেলার ১৮৭টি নমুনা পরীক্ষায় ৭৯ জনের করোনা পজিটিভ আসে। নওগাঁয় সনাক্তের হার ছিল ৪২ দশমিক ২৫ শতাংশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।