জুমবাংলা ডেস্ক : টানা কয়েকদিনের হাড় কাঁপানো শীতের পর তাপমাত্রা বাড়ার সুসংবাদ দিয়েছে আবহাওয়া দফতর।
মাঝারি শৈত্যপ্রবাহ মৃদু আকারে অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় দেয়া পূর্বাভাসে বলা হয়েছে সারাদেশে রাতের তাপমাত্রা (১-৩) ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
শৈত্যপ্রবাহ নিয়েও সুসংবাদ দিয়েছে আবহাওয়া বিভাগ। পূর্বাভাসের তথ্যানুযায়ী মৌলভীবাজার, বরিশাল, ভোলা ও কুমিল্লা জেলাসহ ঢাকা, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি কিছু জায়গায় মৃদু শৈত্যপ্রবাহ হিসেবে অব্যাহত থাকতে পারে। এছাড়া কিছু জায়গায় এটি প্রশমিত হতে পারে বলেও জানানো হয়েছে।
তবে তাপমাত্রা কিছুটা বাড়লেও বৃষ্টিতে ভিজতে হতে পারে বিভিন্ন এলাকার বাসিন্দাদের। ফরিদপুর অঞ্চলসহ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এ সময় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীন নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটতে পারে।
এছাড়া উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এদিকে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জ জেলায় ৬.৬ ডিগ্রি রেকর্ড হয়েছে। এটি চলতি মৌসুমে সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। এছাড়া দেশের ২৬ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৭-৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।