ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় মোটরসাইকেল চাপায় আহত মাহবুবুর রহমান বকুল (৬০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় তিনি ঢাকার বিআরবি হাসপাতালে মারা যান। গত ৩ ফেরুয়ারি (সোমবার) সকাল সাড়ে ৯টার দিকে শৈলকুপার কবিরপুর পৌর এলাকায় বেপরোয়াগতির একটি মোটরসাইকেল তাকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। তাকে প্রথমে শৈলকুপা স্বাস্থ কমপ্লেক্স এবং পরে ঢাকা বিআরবি হাসপাতালে চিকিৎসাধিন ছিলেন বলে পরিবার সুত্রে জানা যায়।
নিহত বকুল বিশ্বাস শৈলকুপা বাজারের হাজি মোরের বাসিন্দা ও মৃত হাজি আহম্মদ আলী বিশ্বাসের ছেলে এবং কুষ্টিয়া বিআরবি গ্রুপের চেয়ারম্যান মুজিবুর রহমানের শ্যালক।
এলাকাবাসী জামাল উদ্দিন জানান, গত সোমবার সকালে কবিরপুরে বেপরোয়াগতির একটি মোটরসাইকেল পথচারী বকল বিশ্বাসকে চাপা দিলে শনিবার সকালে তিনি ঢাকা বিআরবি হাসপাতালে মারা যান।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, মোটরসাইকেল চাপায় নিহত ব্যক্তির পরিবার যদি থানায় কোনও অভিযোগ দেন তাহলে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।