জুমবাংলা ডেস্ক: আগস্ট মাস বাঙালি জাতির জীবনে শোক ও বেদনার মাস। এ মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হ*ত্যা করা হয় এবং আওয়ামী লীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে বহু নেতাকর্মীকে হ*ত্যা করা হয়েছিল।
মাসটিকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করতে আগস্টের দিনের শুরুতে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগ।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শোকাবহ আগস্টের শুরুতে রাত ১২ টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা ও সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চলের নেতৃত্ব বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালিত হয়।
মোমবাতি প্রজ্বলন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চলের সঞ্চালনায় সভাপতি মো. জুয়েল রানা বলেন, একটি কুচক্রী মহল তাদের উদ্দেশ্য হাসিল করার লক্ষ্যে আগস্ট মাসে বঙ্গবন্ধুকে নির্মমভাবে হ*ত্যা করে। আমরা সেই শোককে শক্তিতে পরিণত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাব।
কর্মসূচিতে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, ‘আমরা একটা স্লোগান সব সময় ব্যবহার করি ‘কে বলে রে মুজিব নাই, মুজিব সারা বাংলায়’ ১৯৭৫ সাল চলে গেছে কিন্তু পৃথিবী বহমান। আমরা জানি মুজিব চলে যায়নি বঙ্গবন্ধু প্রতিটি বাঙালির রক্তের শিরায় শিরায় বহমান।’
কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর মহিবুর রৌফ শৈবালসহ শাখা ছাত্রলীগের কয়েক শতাধিক নেতাকর্মী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।