স্পোর্টস ডেস্ক : দলের সঙ্গে ভারত সফরে গিয়েছেন দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ব্যাটার ডেভিড মিলার। আজ রবিবার দ্বিতীয় ওয়ানডে শুরুর আগেই তিনি বড় দুঃসংবাদ পেয়েছেন। দেশে তার সবচেয়ে বড় ভক্ত ১১ বছরের সমর্থক অ্যান ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে হেরে গেছে। প্রিয়জন হারানোর দুঃখ নিয়েই খেলতে নেমে ভালো ব্যাটিং করছেন মিলার।
সোশ্যাল সাইটে দেওয়া প্রোটিয়া হার্ডহিটারের সেই পোস্ট ঘিরে কিছু বিভ্রান্তিও সৃষ্টি হয়েছিল। শিশুটির মৃত্যুর খবর দিলেও তাঁর পরিচয় দেননি মিলার। তাই সবাই ধরে নেয়, শিশুটি হয়তো মিলারের মেয়ে। সোশ্যাল সাইটে দাবানলের মতো ছড়িয়ে পড়ে এই খবর। অনেক গণমাধ্যমে রিপোর্টও প্রকাশিত হয় যে- সন্তান হারালেন মিলার! এরপর বিষয়টি পরিস্কার করে দক্ষিণ আফ্রিকা দলের মিডিয়া ম্যানেজার লুসি ডেভি বলেন, ‘এটা ভুল রিপোর্ট করা হচ্ছে, শিশুটি আসলে ডেভিডের মেয়ে নয়। ‘
তাহলে শিশুটি কে? খোঁজ নিয়ে জানা গেছে, ১১ বছরের অ্যান আসলে মিলারের বড় ভক্ত। ইনস্টাগ্রামে ভিডিওর পাশাপাশি স্টোরিতে অ্যানের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে মিলার লিখেছেন, ‘তোমাকে খুব মিস্ করব। আমার দেখা সবচেয়ে বড় হৃদয়ের মানুষ। লড়াইকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছ। তুমি সব সময় ইতিবাচক থাকতে এবং মুখে হাসি থাকত। তোমার মধ্যে একটা মজার ব্যাপার ছিল। সামনে যে কোনো মানুষ বা বাধা আসুক, তুমি তাকে জড়িয়ে ধরতে। জীবনের প্রতিটা মুহূর্ত কী ভাবে উপভোগ করতে হয়, সেটা শিখিয়েছিলে তুমি! তোমার যাত্রাপথের একটা অংশ হতে পেরে গর্বিত। খুব ভালবাসি তোমায়!’
সর্বোচ্চ বেতনধারী ফুটবলার এমবাপ্পে, যত বেতন পান মেসি-রোনালদো
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।